ফের সিকিমের রেললাইন তৈরির কাজ ‘বিশ বাঁও জলে’! নেপথ্যে উঠে এল এক মর্মান্তিক ঘটনা

বাংলাহান্ট ডেস্ক : সিকিমের (Sikkim) প্রথম রেল স্টেশন তৈরির কাছে বিপত্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সেবক রংপো প্রকল্পের কাজ চলার সময় এক শ্রমিকের মৃত্যুকে ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় এক নাম্বার টানেলে কাজ করার সময় ওই শ্রমিকের মৃত্যু হয়। মৃত্যুকালে শম্ভু ছেত্রী নামে ওই শ্রমিকের বয়স হয়েছিল ৪১ বছর‌।

এদিকে, দুর্ঘটনার বিষয়টিকে কেন্দ্র করে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সাটারিং খোলার সময় ওই শ্রমিকের মাথায় চাঙড় ভেঙে পড়ে যায়। গুরুতর জখম অবস্থায় শম্ভু ছেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। যদিও রেলকর্তারা পুরো বিষয়টি একেবারেই মেনে নিতে নারাজ। তাদের বক্তব্য, টানেলের মধ্যে কোনও ঘটনা ঘটেনি।

আরোও পড়ুন : ভোটের আবহে বড় চমক! প্রচুর লোক নেবে কলকাতা মেট্রো, আবেদন করে ফেলুন আজই

সেবকে একটি ঠিকাদারি সংস্থার অফিস ঘর তৈরির সময় দুর্ঘটনায় ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলেও রেল কর্তারা উল্লেখ করেন। এই সেবক-রংপো রেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ইরকন সংস্থার প্রজেক্ট ডিরেক্টর মহিন্দর সিং বলেন, ‘টানেলের মধ্যে কোনও দুর্ঘটনা ঘটেনি। সেবকে একটি অফিস ঘর তৈরর সময় এই দুর্ঘটনাটি ঘটে। যদিও ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’ এর আগেও এই রেল প্রকল্পের কাজ একাধিক মৃত্যু ঘটেছে।

Death 3

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ১৮ এপ্রিল বোল্ডার পড়ে মারা গিয়েছিল এক শ্রমিক। জখম হয়েছিলেন দু’জন। এইবার চাঙড় পড়ে মৃত্যুর ঘটনার পর মোট ১১ জন শ্রমিকের নিহত হওয়ার খবর প্রকাশ্যে আসে। কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, যে কোনও মৃত্যুর ঘটনাই খুবই মর্মান্তিক। তবে সব ধরনের সুরক্ষাবিধি অনুসরণ করেই কাজ করা হচ্ছে। তবে, এই ঘটনার পর থেকে ফের একবার সিকিমগামী রেল স্টেশন তৈরির কাজ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর