বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি প্যালেস্তাইনের (Palestine) সন্ত্রাসবাদী সংগঠন হামাস (Hamas) আচমকাই হামলা চালায় ইজরায়েলের (Israel) ওপর। তারপরেই একদিকে যখন ওই সন্ত্রাসবাদী হামলার পর হামাসকে ক্রমাগত যোগ্য জবাব দিচ্ছে ইজরায়েল, অন্যদিকে চিনের মতো প্রতারক দেশ এই হামলার যথাযথ নিন্দা না করে, বরং ইজরায়েলি কূটনীতিকের ওপর হামলা চালাচ্ছে। যার ফলে, ইজরায়েল চিনের প্রতি ক্ষুব্ধ। শুধু তাই নয়, ইজরায়েল তার বন্ধু ভারতের প্রতি পূর্ণ আস্থা রেখেছে। কারণ, ভারত ক্রমাগত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বকে সতর্ক করে আসছে। পাশাপাশি, ভারত ইজরায়েলে সন্ত্রাসবাদী হামলার নিন্দাও জানিয়েছে। কিন্তু চিন এখনও তার লাভ-ক্ষতির দিকেই নজর রাখছে।
চিনে ইজরায়েলি কূটনীতিকের ওপর হামলা: চিনের মাটিতে ইজরায়েলি কূটনীতিকের ওপর হামলার ঘটনার সত্যতা ইতিমধ্যেই সামনে এসেছে। এমন পরিস্থিতিতে ইজরায়েল সহ অন্যান্য দেশ আশা করেছিল যে, চিন এই প্রসঙ্গে হয়তো কঠোর ব্যবস্থা নেবে। কিন্তু চিন সেই পথে হাঁটেনি। হামাসের সন্ত্রাসবাদী হামলার পর ইজরায়েল যখন পুরোপুরি সন্ত্রাসবাদীদের নিকেশ করার অভিযানে নিয়োজিত রয়েছে, সেখানে চিনের মতো দেশে তার কূটনীতিকের ওপর হামলার পর ইজরায়েল স্বাভাবিকভাবেই চিনের ওপর ক্ষুব্ধ।
চিন হামলার নিন্দা করেনি: আসলে চিনে এক কূটনীতিকের ওপর ছুরির হামলার পর চিনের সঙ্গে কথা বলেছিল ইজরায়েল। তবে, চিন এই হামলার নিন্দা করেনি। বরং, চিন তার নিজস্ব চতুর বিবৃতি দিয়ে জানিয়েছে যে, অসামরিক মানুষের প্রাণহানির কারণে তারা গভীরভাবে দুঃখিত এবং অসামরিকদের ক্ষতির কারণ হতে পারে এমন যেকোনো পদক্ষেপের ক্ষেত্রে তারা নিন্দা করেছে।
আরও পড়ুন: বড় খবর! বিপুল শূন্যপদে পুলিশ নিয়োগের জন্য জারি হল বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন
চীন স্বাধীন প্যালেস্তাইনকে সমর্থন করে: বরাবরের মতো, চিনের বিদেশ মন্ত্রক “টু স্টেট সলিউশন”-এর মাধ্যমে স্বাধীন প্যালেস্তাইনকে দেশ গঠনের ওপর জোর দিয়েছে। একটি দুই-অনুচ্ছেদের বিবৃতিতে বলা হয়েছে “সব পক্ষের” সংযম বজায় রাখা উচিত। তারা সামগ্রিক পরিস্থিতি নিয়ে “গভীর উদ্বেগ” প্রকাশ করেছে, তবে হামাসের কথা উল্লেখ করেনি।
আরও পড়ুন: হার মানবে গোয়েন্দা সিনেমাও! অভিনবভাবে ডাকাতির ঘটনার সমাধান করে তাক লাগাল পুলিশ
চীনের ত্রুটিপূর্ণ উদ্দেশ্য: এই বিবৃতিটি স্পষ্ট করে দিয়েছে যে চিনের উদ্দেশ্য ত্রুটিপূর্ণ রয়েছে। কারণ, ইতিমধ্যেই ইজরায়েলের জনগণের ওপর হামলার সম্ভাবনার বিষয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, ক্ষোভ প্রকাশ করে ইজরায়েল চিনকে জানিয়েছে যে, নিরীহ অসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী সংগঠন হামাস যে হামলা চালিয়েছে তার কোনো স্পষ্ট নিন্দা নেই।
অন্যদিকে, গণমাধ্যমের খবর অনুযায়ী, এই হামলার কারণ এখনও জানা যায়নি। যদিও চিনা পুলিশ এই হামলার পেছনের কারণ অনুসন্ধান করছে। তবে, চিন ভালো করেই জানে যে, আমেরিকা ইজরায়েলকে সাহায্য করতে এগিয়ে এসেছে। আর চিন কখনোই সেই পথ বেছে নেবে না যেখানে আমেরিকা প্রবেশ করছে।