চরম সংকটে চীন সরকার, ভারতের সাথে শত্রুতা করে ক্রমশ কোণঠাসা জিনপিং

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ক্রমশ নিজের জালে নিজেই জড়িয়ে পড়ছে চীন (China)। একে তো করোনা ভাইরাসের দোষারোপ, তাঁর উপর আবার ভারতের (India) সঙ্গে শত্রুতা করে বর্তমানে চরম সংকটে রয়েছে জিনপিং সরকার।

দক্ষিণ চীন সাগরে আমেরিকার উপর আক্রমণ করতে গেলে, পাল্টা আঘাত হানে আমেরিকা। এই ঘটনার পর ভারতের সিকিম সীমান্তে ঘাটি গাড়তে গিয়ে চীনের সেনা ভারতের হাতে চরম লাঞ্ছনার শিকার হয়। এরপর লাদাখ সীমান্তে সংঘর্ষের চেষ্টা করেও ভারত সরকার চীনকে ফাঁসিয়ে নিজের জালেই আটকাতে চাইছে।

সংকটে রয়েছে জিনপিং সরকার
বর্তমানে চীনের পাশে কোন দেশই থাকতে চাইছে না । সকলেই চীনের থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে। সংকটের এই পরিস্থিতিতে চীনের জিনপিং সরকার চীনের এক ইউনিভার্সিটিতে বলেন, বড় বড় সিদ্ধান্তের জন্য এখন প্রয়োজন ফেস শেভিং। সমগ্র বিশ্বই শুধু নয়, নিজের দেশেও চাপে রয়েছে জিনপিং সরকার। করোনা ভাইরাসের পরবর্তীতে চীনে লকডাউন পরিস্থিতি লঘু করার পর চিনবাসী ‘ফ্রিডম অফ স্পীচ’ এই অ্যাজেন্ডা চালু করে। নাগরিকরা জিনপিং সরকারের বিরোধিতা করে নিজেদের মতামত জানাতে আগ্রহী হয়ে ওঠে।

শত্রুতার খেলায় মেতেছে চীন সরকার
শুধুমাত্র নাগরিকদের মুখ বন্ধই নয়, চীন সরকার পলিট ব্যুরোর বেশ কিছু সদস্যকেও সম্পূর্ণ অন্ধকারে রেখেছেন নিজের সুবিধার প্রয়োজনে। নাগরিকদের সামনে নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে উল্টে আমেরিকা এবং ভারতের দ্বারা পাল্টা প্রতিঘাত পায় চীন। বর্তমানে চীনের বিরুদ্ধে রয়েছে সমগ্র বিশ্ব। এমনকি অস্ট্রেলিয়াও চলে গেছে চীনের বিপক্ষে। তবে ১ মাস আগে চীন সরকার অন্যান্য দেশের সঙ্গে ভালো সম্পর্ক দেখিয়ে নিজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার ব্যবস্থা করছিল। কিন্তু বর্তমানে সেই কাজ বন্ধ রেখে, শত্রুতার খেলায় মেতে উঠেছে।

সম্পর্কিত খবর

X