ছিটেফোঁটাও বৃষ্টি পড়ে না এই গ্রামে! মরুভূমি নয়, তবু এ যেন এক অন্য পৃথিবী

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মরুভূমি বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ধুধু বালি। সাহারা হোক কিংবা থর, মরুভূমি অঞ্চলে বৃষ্টির দেখা মেলে না বললেই চলে। তীব্র গরম ও বালিয়াড়ি আচ্ছাদন করে রাখে মরু অঞ্চল। কিন্তু পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেটি মরুভূমি না হওয়া সত্বেও সারা বছর বৃষ্টি হয় না। এই গ্রামের আকাশে দেখা মেলেনা মেঘের।

ফলে বৃষ্টির স্বাদ থেকে বঞ্চিত হন সে গ্রামের বাসিন্দারা। সেখানকার বাসিন্দারা শুধুই চাতক পাখির মতো চেয়ে থাকেন বৃষ্টির আশায়। আপনাদের জানিয়ে রাখি অদ্ভুত এই গ্রামটি অবস্থিত পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেনের (Yemen) রাজধানী সানায়। আল-হুতেইব নামের এই গ্রামে গোটা বছর বৃষ্টি হয় না বললেই চলে।

ভাবলে অবাক লাগে কী ভাবে বৃষ্টি ছাড়া সেখানকার বাসিন্দারা বছরের পর বছর বাস করছেন। কিন্তু কী কারণে বৃষ্টি হয় না এই গ্রামে? মরুভূমি না হওয়া সত্ত্বেও কেন এই অঞ্চল বঞ্চিত বৃষ্টি থেকে? ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ২০০ মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রামটি। লাল বালিপাথরের পাহাড় রয়েছে এই গ্রামে। গ্রামের মানুষেরা এই পাহাড়ের মাথায় বাড়ি তৈরি করে বসবাস করেন।

তবে খুব কম সংখ্যক মানুষ বাস করেন আল-হুতেইবেতে। গবেষকদের দাবি এই গ্রামটি ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত হওয়ায় এখানে বৃষ্টিপাত খুব কম হয়। আকাশের মেঘ যে উচ্চতায় জমে এই গ্রামটি সেই উচ্চতার থেকেও উঁচুতে অবস্থিত। এই কারণে গ্রামের জলবায়ু রুক্ষ ও শুষ্ক। এই কারণে সকালবেলা এই গ্রামে খুব বেশি গরম থাকে।

image 750x 6109130166f80

যদিও রাতের বেলা খানিকটা ঠান্ডা হয়ে আসে গ্রামের পরিবেশ। আল-বোহরা নামের প্রাচীন এক জনজাতির বাস এই গ্রামে। তারা পাথর কেটে বাড়ি তৈরি করে বসবাস করে। ভূপৃষ্ঠ থেকে সাধারণত দু হাজার মিটার উচ্চতায় সৃষ্টি হয় মেঘের। কিন্তু এই গ্রামটি ভূপৃষ্ঠ থেকে ৩২০০ মিটার উঁচুতে অবস্থিত হওয়ায় এখানে মেঘ জমতে পারে না। ফলে এই গ্রাম বঞ্চিত বৃষ্টি থেকে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X