ঝাড়খণ্ডে পার্থ ঘনিষ্ঠ ডেরায় হানা আয়কর দফতরের, অফিসার দেখেই পালালেন সন্দেহভাজন

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) মামলায় সম্প্রতি ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায় এবং এরপরই পার্থ-অর্পিতা দুজনকেই গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর মাঝেই এবার ঝাড়খণ্ড (Jharkhand) থেকে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য।

সূত্রের খবর, সম্প্রতি পার্থ ঘনিষ্ঠ এক ব্যক্তির খোঁজে ঝাড়খণ্ডে হানা দেয় আয়কর দফতরের কর্তারা। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ওই ব্যক্তি ঝাড়খণ্ডের একটি হোটেলে টাকা পাচার করার জন্য রওনা দিয়েছিলেন। পরবর্তীতে ইডির দ্বারা খবর পেতেই সেখানে হানা দেয় আয়কর দফতর। তবে শেষ পর্যন্ত ওই ব্যক্তিটি পালিয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, সম্প্রতি ইডির পক্ষ থেকে পার্থ ঘনিষ্ঠ এক ব্যক্তির টাকা পাচার প্রসঙ্গে খবর দেওয়া হয় আয়কর দফতরকে। ওই ব্যক্তিটি যে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার ভাণ্ডারা পার্ক সংলগ্ন এলাকার একটি হোটেলে টাকা পাচার করার জন্য রওনা দিতে পারেন, সে সম্পর্কে খবর সামনে আসতেই সেখানে হানা দেয় আয়কর অফিসাররা। তবে তাদের পৌঁছানোর বেশ কিছু মুহূর্ত আগেই ওই সন্দেহভাজন ব্যক্তি হোটেল থেকে পালিয়ে যান বলে খবর।

সূত্র মারফত জানা গিয়েছে যে, পার্থ ঘনিষ্ঠ এই ব্যক্তি বেআইনি টাকা লুকানোর জন্য ঝাড়খণ্ডে রওনা দিয়েছিলেন। পরবর্তীতে আয়কর দফতরের হানা দেওয়ার খবর সামনে আসতে পলায়ন করে সে। হোটেলটিতে পৌঁছে ব্যক্তির সন্ধান না পেলেও পার্কের প্রধান প্রবেশপথ সিল করে দেয় আয়কর অফিসাররা। আয়কর দফতরের এক অফিসার জানান, “হোটেলটিতে দীর্ঘক্ষণ ধরে আমরা তল্লাশি চালালেও অভিযুক্ত ব্যক্তিকে ধরা সম্ভব হয়নি। এই প্রসঙ্গে হোটেলের এক কর্মী জানান যে, সন্দেহভাজন ব্যক্তিটি সরকারি গাড়ি করে তাদের হোটেলে এসেছিলেন এবং তার কাছে একটি বড় ব্যাগ ছিল বলেও জানা গিয়েছে।” তবে ওই ব্যক্তির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের মামলার কোনো যোগাযোগ রয়েছে কিনা কিংবা শেষ পর্যন্ত আয়কর কর্তারা কোন পদক্ষেপ নেন, সে দিকে তাকিয়ে সকলে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর