এখনও প্যান-আধার লিঙ্ক করেননি? ৩১-মের আগে এই কাজ না করলেই হবে বিরাট ক্ষতি

বাংলা হান্ট ডেস্ক: ইতিপূর্বে বহুবার প্যান এবং আধার কার্ড লিঙ্ক (Pan-Aadhaar Link) করার জন্য দেশবাসীকে সতর্ক করেছে আয়কর দপ্তর (Income Tax Department)। কিন্তু তারপরেও টনক নড়েনি অনেকেরই।তাই আয়কর দপ্তরের নিয়ম অগ্রাহ্য করে এখনও অনেকেই এই কাজটি অসম্পূর্ণ রেখেছেন। কিন্তু এবার তাদের হাতে আর সময় নেই একেবারেই। হাতেগোনা আর মাত্র তিনটে দিন।

এই সময়ের মধ্যে যদি কেউ প্যান-আধার লিংক না করেন তাহলে তার উপরে নেমে আসবে বিরাট করের বোঝা। তাই এই দ্বিগুণ করের বোঝা এড়ানোর জন্যই এবার আয়কর দপ্তরের তরফে সকলকে শেষবারের মতো জানানো হয়েছে, আগামী ৩১ মে’র মধ্যে প্যান আধার লিঙ্ক করিয়ে নেওয়ার জন্য।

   

তাই দেশবাসীকে সতর্ক করতে এপ্রসঙ্গে মঙ্গলবার আয়কর দপ্তরের তরফে একটি এক্সবার্তায় জানানো হয়েছে, ‘করদাতাদের কাছে আবেদন, দয়া করে আপনারা ৩১ মে, ২০২৪-এর মধ্যে প্যানের সঙ্গে আধার কার্ডের নম্বর লিঙ্ক করুন। এটা করলে আপনাদের অতিরিক্ত হারে কর কাটা হবে না।’

প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও গত ২৩ এপ্রিল আয়কর দফতরের তরফে একইরকম ভাবে বিজ্ঞপ্তি দিয়ে করদাতাদের প্যান-আধার লিঙ্ক করার কথা মনে করিয়ে দেওয়া হয়েছিল। তবে এই নির্ধারিত সময়ের মধ্যেও যারা প্যানের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করবেন না, তাঁদের অতিরিক্ত হারে টিডিএস বা ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স কাটা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রস্তুতি প্রায় শেষ, রথের আগেই উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দিরের? আসছে বড় খবর

শুধু দ্বিগুণ কর-ই  নয় ৩১ মে’র মধ্যে প্যান-আধার লিঙ্ক না করা হলে তার চেয়েও বড় ক্ষতি হয়ে যেতে পারে। জানা যাচ্ছে এই সময়ে যে বা যাঁরা প্যান-আধার লিঙ্ক না করাবেন না তাদের প্যান কার্ড নম্বর নিষ্ক্রিয় হতে পারে। সেক্ষেত্রে ট্যাক্স রিটার্ন দিতেও  সমস্যা হতে পারে। তাছাড়া বেতন,কিংবা দীর্ঘমেয়াদি সঞ্চয়ের সুদ  থেকেও কাটা হবে উচ্চ হারে টিডিএস।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর