এবার আয়কর নোটিশ আসতে পারে অনলাইন পেমেন্ট করলেও! জানা আছে বাঁচার উপায়?

বাংলাহান্ট ডেস্ক : ডিজিটাল ইন্ডিয়ার অন্যতম সেরা ফসল ইউপিআই (Unified Payment Interface)। বর্তমানে প্রতিদিন কোটি কোটি টাকার ইউপিআই লেনদেন হয়ে থাকে গোটা দেশ জুড়ে। অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারী গুগল পে, ফোন পে, পেটিএমের মতো ইউপিআই অ্যাপ ব্যবহার করেন।

আপনিও যদি এই ধরনের ইউপিআই ব্যবহার করেন তাহলে আপনার বাড়িতেও আসতে পারে আয়কর নোটিশ। ব্যাংকের ক্ষেত্রে সর্বাধিক লেনদেন জানানো হলেও ইনকাম ট্যাক্স (Income Tax) ইউপিআই-এর ক্ষেত্রে সর্বাধিক লেনদেনের পরিমাণ জানায়নি। তাই অনেকেই রয়েছেন যারা অত্যধিক পরিমাণ ইউপিআই লেনদেন করে থাকেন।

আরোও পড়ুন : এই ১১ স্টেশনই ভারতে সবচেয়ে প্রাচীন! তালিকায় নাম উঠেছে বাংলারও, রয়েছে ২

তাদের কাছে আসতে পারে আয়কর দপ্তরের নোটিশ। আবার অনেকেই ক্যাশব্যাক বা অন্যান্য অফারের লোভে পড়ে অত্যাধিক পরিমাণ ইউপিআই ব্যবহার করেন। ইউপিআই ব্যবহার করলে কীভাবে বাঁচবেন ইনকাম ট্যাক্সের হাত থেকে? সর্বাধিক কত টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন করা যায়? আজ জেনে নেব সবকিছু।

ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের কোনও বাঁধা ধরা নিয়ম না থাকার কারণে অনেকেই লক্ষ লক্ষ টাকার লেনদেন করেন। বিগত বছরগুলিতে লেনদেনের পরও ইনকাম ট্যাক্সের নোটিশ না আসায় অনেকেই ইচ্ছামতো ইউপিআই ব্যবহার করছেন। তবে আপনাদের জেনে রাখা ভালো গত আট বছর পুরোনো লেনদেনের জন্যও আপনাকে নোটিশ পাঠাতে পারে আয়কর দপ্তর।

আরোও পড়ুন : মানুষ নয় মুরগি প্রাণ কাড়লো ৩ যুবকের! মর্মান্তিক দুর্ঘটনায় ঘুম উড়লো গ্রামবাসীর

অনেকেই একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ইউপিআই লেনদেন করেন। তাই অনেকে ভাবেন যে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের কারণে কোনও সমস্যা হবে না। কিন্তু এটা ভুললে চলবে না প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে আপনার PAN নম্বর। আয়কর দপ্তর নজরদারি করে প্যান নম্বরের উপর।

তাই একটি প্যান নম্বর থেকে সহজেই আয়কর দপ্তর জানতে পারবে আপনি কোথায় কত টাকার লেনদেন করছেন। পুরানো আয়কর নিয়ম অনুযায়ী বছরে ৫ লাখ টাকা পর্যন্ত এবং নতুন নিয়ম অনুযায়ী ৭ লাখ টাকা পর্যন্ত আয়কর দেওয়ার দরকার হয় না। তবে এর সাথে এটা মাথায় রাখা উচিত পাঁচ লাখ টাকার কম ও আড়াই লক্ষ টাকার বেশি রোজগার হলে আপনাকে ITR ফাইল করতে হবে।

UPI users should do this now

ইউপিআই ব্যবহারের ক্ষেত্রে কীভাবে বাঁচবেন ইনকাম ট্যাক্সের হাত থেকে : অনেকেই রয়েছেন যারা অযথা ইউপিআই ব্যবহার করেন ক্যাশব্যাক বা অন্যান্য অফারের লোভে। এই ধরনের প্রবণতা থেকে আগে মুক্তি পেতে হবে। শুধুমাত্র প্রয়োজনেই ব্যবহার করুন ইউপিআই।

আবার অনেকেই রয়েছেন যারা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের অনুরোধ মেনে তাদের ব্যক্তিগত লেনদেন নিজের ইউপিআই অ্যাকাউন্ট দিয়ে করে থাকেন। এই ধরনের কাজ করা কখনোই উচিত। বাণিজ্যিক কাজে ব্যক্তিগত অ্যাকাউন্ট বা সাধারণ ইউপিআই অ্যাপ ব্যবহার করবেন না। বাণিজ্যিক লেনদেনের জন্য কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ও মার্চেন্ট অ্যাপ ব্যবহার করুন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর