বাংলা হান্ট ডেস্ক: প্রায় প্রতিটি সেক্টরে কর্মরত বেতনভুক্ত ব্যক্তিদের কমপক্ষে একটি সেভিংস অ্যাকাউন্ট (Savings Account) থাকে। এই অ্যাকাউন্টে অর্থ রাখলে মেলে সুদও (Interest)। সাধারণত সেভিংস অ্যাকাউন্টে জমা করা টাকার পরিমাণের কোনো লিমিট নেই। কিন্তু, আপনি কি কখনও ভেবে দেখেছেন যে একটি অর্থবর্ষে একটি সেভিংস অ্যাকাউন্ট থেকে কত টাকা রাখা বা তোলা যেতে পারে? নাহলেই আপনি পেতে পারেন ইনকাম ট্যাক্সের নোটিশ। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
উল্লেখ্য যে, কর বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, কালো টাকা রোধ করার জন্য, সরকার ব্যাঙ্ক থেকে শুরু করে কর্পোরেট, পোস্ট অফিস এবং NBFC-র জন্য সেভিংস অ্যাকাউন্টে লেনদেন নির্ধারিত পরিমাণের বেশি হলে আর্থিক রিপোর্ট (SFT) জমা দেওয়া বাধ্যতামূলক করেছে। এর মধ্যে রয়েছে নগদ জমা করা বা তোলা, শেয়ারে বিনিয়োগ, মিউচুয়াল ফান্ড, ক্রেডিট কার্ডের খরচ, বৈদেশিক মুদ্রা কেনা, রিয়েল এস্টেট লেনদেন ইত্যাদি।
এই ধরণের অ্যাকাউন্টে নজর রাখতে হবে: কর আইনের অধীনে, ব্যাঙ্কিং সংস্থাগুলিকে যে সমস্ত অ্যাকাউন্টগুলিতে এক বছরে নিয়মিতভাবে দশ লক্ষ টাকা বা তার বেশি জমা বা তোলা হয়েছে সেগুলি সম্পর্কে ট্যাক্স ডিপার্টমেন্টকে তথ্য দিতে হবে। এই সীমাটি করদাতার এক বা একাধিক অ্যাকাউন্টে এক অর্থবর্ষে ১০ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমার জন্য সামগ্রিকভাবে বিবেচনা করা হয়।
আয়কর বিধি ১১৪E সম্পর্কে সচেতন হতে হবে: এইভাবে, একটি অর্থবর্ষে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ জমা এবং ১০ লক্ষ টাকা বা তার বেশি তোলার বিষয়ে ট্যাক্স ডিপার্টমেন্টকে অবহিত করা প্রয়োজন। এমন পরিস্থিতিতে, যদি আপনার অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা বা তার বেশি লেনদেন হয়ে থাকে তাহলে আপনাকে সাবধান হতে হবে। তবে, কারেন্ট অ্যাকাউন্টে এই সীমা ৫০ লক্ষ টাকা বা তারও বেশি। তবে, আরও কিছু বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। এই প্রসঙ্গে Hastebook লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান কপিল রানা বলেছেন যে, অ্যাকাউন্ট থেকে আয় এবং ব্যয়ের বিষয়ে একজন ব্যক্তির আয়কর বিধি 114E সম্পর্কে সচেতন হওয়া উচিত। এর মাধ্যমে তিনি একটি বছরে তার সেভিংস অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র তত টাকা তুলতে বা জমা করতে পারেন যাতে তিনি আয়কর রাডারের আওতায় না আসেন।
আরও পড়ুন: সুখবর! এই ব্যাঙ্কে কর্মী নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন
১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী, প্রতিটি ব্যাঙ্কিং সংস্থা বা সমবায় ব্যাঙ্কের ক্ষেত্রে অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত নিম্নলিখিত লেনদেনের রিপোর্ট জানাতে হয়।
১. এক বা দু’টি অ্যাকাউন্ট (কারেন্ট এবং টাইম ডিপোজিট) বাদে যেখানে একটি অর্থবর্ষে ১০ লক্ষ টাকা বা তার বেশি জমা করা হয়েছে এমন।
আরও পড়ুন: এই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুখবর! বাড়ানো হল উচ্চ সুদের FD-র ডেডলাইন, আপনার অ্যাকাউন্ট আছে তো?
২. পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট ২০০৭-এর ধারা ১৮-এর অধীনে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা জারি করা ব্যাঙ্ক ড্রাফ্ট, পে অর্ডার, ব্যাঙ্কার চেক ইত্যাদি কেনার জন্য একটি অর্থবর্ষে দশ লক্ষ বা তার বেশি নগদ সংগ্রহ করা হয়েছে এমন।
৩. এছাড়াও, ইস্যু করা এক বা একাধিক ক্রেডিট কার্ডের বিলের বিপরীতে একটি অর্থবর্ষে বছরে এক লক্ষ বা তার বেশি নগদ অর্থ প্রদান করা হলে কিংবা ইস্যু করা এক বা একাধিক ক্রেডিট কার্ডের বিলের বিপরীতে যে কোনো মোডে দশ লক্ষ বা তার বেশি অর্থ প্রদান করা হলে সেই সংক্রান্ত রিপোর্ট জানাতে হবে।