এই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুখবর! বাড়ানো হল উচ্চ সুদের FD-র ডেডলাইন, আপনার অ্যাকাউন্ট আছে তো?

বাংলা হান্ট ডেস্ক: এবার HDFC ব্যাঙ্কের (HDFC Bank) গ্রাহকদের জন্য সামনে এল বড় সুখবর! এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ব্যাঙ্কের তরফে ফের একবার “সিনিয়র সিটিজেন কেয়ার FD”-র ডেডলাইন বাড়ানো হয়েছে। জানিয়ে রাখি যে, এটি হল প্রবীণ নাগরিকদের জন্য একটি বিশেষ FD। যেটিতে, অতিরিক্ত ০.২৫ শতাংশ সুদ প্রদান করা হয়।

 এই মেয়াদ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন: ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুসারে, “সিনিয়র সিটিজেন কেয়ার FD”-র সময়সীমা আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মানে হল যে, এখন বিনিয়োগকারীরা জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই FD-র সুবিধা পেতে পারেন।

The bank extended the deadline for high interest FD

“সিনিয়র সিটিজেন কেয়ার FD”-তে সুদের হার: “সিনিয়র সিটিজেন কেয়ার FD”-তে, প্রবীণ নাগরিকদের সাধারণ সুদের হারের তুলনায় ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদের হার ছাড়াও আলাদাভাবে ০.৩৫ শতাংশ সুদের হার প্রদান করা হচ্ছে। অর্থাৎ, এইভাবে এই FD-র মাধ্যমে বিনিয়োগকারীকে সংশ্লিষ্ট ব্যাঙ্ক ০.৭৫ শতাংশ অতিরিক্ত সুদ প্রদান করবে। উল্লেখ্য যে, “সিনিয়র সিটিজেন কেয়ার FD”-র অধীনে, ব্যাঙ্ক বিনিয়োগকারীদের ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে। এটির ম্যাচুরিটির সময়কাল হল ৫ বছরের বেশি।

আরও পড়ুন: রেলে প্রতিবছর কত চাকা লাগবে জানেন? হিসেব শুনলে চোখ কপালে উঠবে

HDFC ব্যাঙ্কে FD-তে সুদের হার:
৭ দিন থেকে ২৯ দিন পর্যন্ত- সুদের হার ৩.০০ শতাংশ
৩০ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত- সুদের হার ৩.৫০ শতাংশ
৪৬ দিন থেকে ৬ মাস পর্যন্ত- সুদের হার ৪.৫০ শতাংশ
৬ মাস ১ দিন থেকে ৯ মাস পর্যন্ত- সুদের হার ৫.৭৫ শতাংশ
৯ মাস থেকে ১ বছরের কম পর্যন্ত- সুদের হার ৬.০০ শতাংশ
১ বছর থেকে ১৫ মাসের কম পর্যন্ত- সুদের হার ৬.৬০ শতাংশ

আরও পড়ুন: এবার সন্ধান মিলল ভুয়ো টোল প্লাজার! দেড় বছর ধরে চলছিল তোলাবাজি, জানাজানি হতেই যা ঘটল….

১৫ মাস থেকে ১৮ মাসের কম পর্যন্ত- সুদের হার ৭.১০ শতাংশ
১৮ মাস থেকে ২ বছর ১১ মাসের কম পর্যন্ত – সুদের হার ৭.০০ শতাংশ
২ বছর ১১ মাস থেকে ৩৫ মাস পর্যন্ত- সুদের হার ৭.১৫ শতাংশ
২ বছর ১১ মাস ১ দিন থেকে ৩ বছর পর্যন্ত- সুদের হার ৭.০০ শতাংশ
৩ বছর ১ দিন থেকে ৫ বছর পর্যন্ত- সুদের হার ৭.০০ শতাংশ
৫ বছর ১ দিন থেকে ১০ বছর পর্যন্ত – সুদের হার ৭.০০ শতাংশ

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর