ভোটের আগেই এবার বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন, স্পষ্ট জানিয়ে দিলেন অভিষেক, তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল ছিল নববর্ষ। আর সেই তাকে হেনস্থার অভিযোগ তুলে সরব হন ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জানান তার কপ্টারে আয়কর তল্লাশি (Income Tax Raid) চালিয়েছে। যে কপ্টারে করে সোমবার হলদিয়া যাওয়ার কথা ছিল অভিষেকের সেই কপ্টারেই বলপূর্বক তল্লাশি চলে বলে জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর এবার সামনে আসছে আরওই বড় খবর।

আয়কর দফতরের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার পূর্ব মেদিনীপুরে সাংবাদিক বৈঠক থেকে নিজেই এই নিয়ে ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেতা। আগেই কপ্টার তল্লাশি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকে চিঠি দিয়েছে তৃণমূল। চিঠি দিয়ে বঙ্গ শাসকদলের অভিযোগ, বিজেপির হয়ে কাজ করছে আয়কর দফতর। আয়কর দফতর ক্ষমতার অপব্যবহার করে বিশেষ ক্ষেত্রে অতিসক্রিয়তা দেখাচ্ছে। আর এবার আরও বড় পদক্ষেপ।

   

এদিন অভিষেক বলেন, ‘কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চালাতেই পারে। কপ্টারে তল্লাশি নিয়ে আমার কোনও বক্তব্য নেই। তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায় নি। তবে এরপরই আয়কর দফতর বলছে, ওপর মহল থেকে ক্লিয়ারেন্স না এলে টার্য়াল রানের অনুমতি দেব না। সেই এক্তিয়ার ওদের নেই।’ এই নিয়েই কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। লোকসভা নির্বাচন শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। এই গুরুত্বপূর্ণ সময়ে নানা ‘অজুহাতে’ তার কপ্টার আটকে রেখে কেবলমাত্র নির্বাচনী প্রচারেই বাধার সৃষ্টি করা হচ্ছে বলে মত অভিষেকের।

গতকাল অভিষেকের কপ্টারটিকে বেআইনি ভাবে আটকে রাখার হুমকিও দেওয়া হয় বলে আয়কর দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে অভিষেক নিজেই লেখেন, ‘এনআইএ-র ডিজি এবং এসপিকে সরানোর বদলে আজ নির্বাচন কমিশন এবং বিজেপি আজ তাদের ধামাধারী আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। তবে লাভের লাভ কিছুই হয়নি। কারণ কিছুই পাওয়া যায়নি’।

abhishek copter

আরও পড়ুন: আরও বিপাকে শাহজাহান! ‘নেতার’ বিরুদ্ধে জমা পড়েছে ভুরি ভুরি অভিযোগ! এবার অ্যাকশন CBI-র

ওদিকে আয়কর দফতর সূত্রে জানানো হয়েছে, ভোটের সময় কোনও অভিযোগ এলে সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালায় কুইক রেসপন্স টিম। এক্ষেত্রেও নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুধুমাত্র রুটিন তল্লাশি চালানো হয়েছে তৃণমূল নেতার চপারে। সবমিলিয়ে নববর্ষ থেকে হেলিকপ্টার তল্লাশি নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর