স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠান, আদিবাসী নৃত্যে পা মেলালেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে একদিকে যখন লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), আবার অপরদিকে দুই বছর পর জনসাধারণের উপস্থিতিতে রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন রেড রোডে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরবর্তীতে মুখ্যমন্ত্রীকে ‘গার্ড অফ অনার’ দেওয়ার পাশাপাশি হেলিকপ্টারে করে আকাশ থেকে পুষ্প বৃষ্টি করা হয়। এদিন আদিবাসী নৃত্যের সঙ্গে পা মিলাতেও দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

উল্লেখ্য, এই দিন ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়। চারিদিকে কড়া নিরাপত্তা মাঝে দূর্গা পূজার ট্যাবলো সহ কুচকাওয়াজে একাধিক চমকের সাক্ষী থাকে মানুষ। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকাল হতেই মুখ্যমন্ত্রী টুইট করেন, “যে সকল বীর সংগ্রামেরা ভারতকে স্বাধীনতা এনে দিয়েছে, তাদেরকে স্মরণ করার দিন আজ। আমরা ভারতবাসী হিসেবে তাদেরকে মনে রাখবো এবং নিজেদের মৌলিক কর্তব্য এবং অধিকার কখনোই ভুলবো না। এর প্রতি অবিচল থাকতে হবে।”

এরপরই রেড রোডে হাজির হন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে করে পুষ্প বৃষ্টি করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। পরবর্তীতে, মনোজ মালব্য, প্রবীণ ত্রিপাঠী থেকে শুরু করে অলোক রাজোরিয়া, আকাশ মাখাড়িয়া, রবীন্দ্রনাথ ও রাজেশ কুমারের মত পুলিশদের উল্লেখযোগ্য কাজের জন্য স্বীকৃতি প্রদান করা হয়। এরপরই আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলান মমতা। সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস আদিবাসী মন্ত্রী বীরবাহা হাঁসদা।

প্রসঙ্গত, এদিন কুচকাওয়াজ অনুষ্ঠানে দুর্গাপুজোর ট্যাবলোর পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার, সবুজ সাথী ও স্বাস্থ্য সাথীর মতো একাধিক প্রদর্শনা করা হয়।

ad

Sayan Das

সম্পর্কিত খবর