পরনে পাঁচ কেজি সোনা! নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন ইনি

বাংলাহান্ট ডেস্কঃ ২১-র ভোটের নির্ঘণ্ট অনেক আগেই প্রকাশ পেয়েছে। একইসাথে বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচনী দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ( Election Commission )। সেই তালিকা ঘোষিত হওয়ার পর থেকেই একে একে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিতে শুরু করেছেন। আর তাখনই ভোটমুখী রাজ্যগুলি একাধিক বিরল কাণ্ডের নিদর্শন দেখছেন।

তেমনই এক অস্বাভাবিক ঘটনা সামনে এসেছে তামিলনাড়ুতে (Tamilnadu ) । সেখানে তিরুনেনভেলি জেলার আলাঙ্গুলাম বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হরি নাদার ( Hari Nadar )  ৪.২৭ কেজি সোনার গহনা পরে স্থানীয় নির্বাচন কমিশনের অফিসে হাজির হয়েছেন মনোনয়ন ( Nomination ) পেশ করতে। যার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ভাইরাল ( Viral ) হয়ে যায়।

hari nadar

এমনকি হরি নাদার মনোনয়ন জমা দেওয়ার সময় এও জানিয়েছেন যে, তার কাছে প্রায় ১১.২ কেজি সোনা ( 11.2 kg Gold )  রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৭৩ লক্ষ টাকা। গত মঙ্গলবার মনোনয়ন জমা দিতে যাওয়া হরি নাদারের ওই ছবি এখন সামাজিক মাধ্যমে চর্চার মূল বিষয় হয়ে উঠেছে।

উল্লেখ্য, আগামী ২৬ এপ্রিল তামিলনাড়ুতে শুরু হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া। তারই মধ্যে ওই রাজ্যের একের পর এক আজব কাণ্ডের সাক্ষী থাকছে গোটা দেশ। হরি নাদারের আগে আর এক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন পিপিই স্যুট ( PPE Suit ) পরে। সেটিও শোরগোল ফেলে দিয়েছিল গোটা তামিলনাড়ুতে।


সম্পর্কিত খবর