বাংলা হান্ট ডেস্কঃ করোনার সংক্রমণ লাগাতার বেড়েই চলেছে গোটা দেশে এবং রাজ্যে। ইতিমধ্যে বাংলার তিন প্রার্থীর প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস। আর এবার আরও এক প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। সর্বপ্রথম মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী রেজাউল হক করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন। এরপর মুর্শিদাবাদেরই জঙ্গিপুরের সংযুক্ত মোর্চার RSP প্রার্থী প্রদীপ নন্দী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
রেজাউল হক এবং প্রদীপ নন্দীর প্রয়াত হওয়ার কারণে সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এরপর খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহাও করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন। যদিও ওনার কেন্দ্রে নির্বাচন হয়ে যাওয়ার পর তিনি প্রয়াত হয়েছেন। পরপর তিন প্রার্থীর করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হওয়ার পর রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।
আর এবার আরও এক প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। এবার মালদহের বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষ করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন। সোমবার সপ্তম দফার নির্বাচনের দিনই তিনি মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।
বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মালদহের বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষ। ওনার করোনা রিপোর্টও পজেটিভ এসেছিল। কদিন ধরেই ওনার চিকিৎসা চলছিল। সোবার রাতে সমীর ঘোষকে অন্য হাসপাতালে স্থানন্তরিত করার প্রয়োজন হয়ে পড়ে। আর হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই ওনার মৃত্যু হয়।