কূটনীতিতে এগিয়ে ভারত: তুর্কীকে শিক্ষা দিতে নতুন চাল দিল মোদী সরকার

বাংলাহান্ট ডেস্কঃ তুর্কিকে (Turkish) শিক্ষা দিতে ধীরে ধীরে কঠিন পদক্ষেপ গ্রহণ করছে ভারত (India)। তুর্কি যেভাবে আছে, তাঁকে সেভাবেই রেখে দিতে চায় ভারত। কোন যুদ্ধ বা ঝামেলা না করেই তুর্কিকে সাবধানে শিক্ষা দিতে চায় ভারত। এবং এটা বর্তমান দিতে খুবই নজিরবিহীন। এইধরণের পদক্ষেপে বিরোধীপক্ষ বহু দিন এই ঘটনার কথা মাথায় রাখে।

rader

ভারতের আভ্যন্তরীণ বিষয়ে দখলদারী দেখানো মালেয়শিয়াকে (Malaysia) শিক্ষা দেবার পর এবার তুর্কিকে শিক্ষা দিতে প্রস্তুত ভারত। কিছুদিন আগেই ভারত এবং আর্মেনিয়ার (Armenia) মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। যেখানে DRDO র দ্বারা নির্মিত ৪ রেডারের বিষয়ে চুক্তি স্বাক্ষর করে। আর্মেনিয়া রুশি (Russian) এবং পলিন নির্মিত পদ্ধতির পরীক্ষা করার পর ভারতীয় রেডার (Radar) কেনার সিদ্ধান্ত গ্রহণ করে। আর্মেনিয়া মনে করে অন্যান্য দেশের তুলনায় ভারতে তৈরি করা হাতিয়ার বেশি শক্তিশালী। এই রেডার বিভিন্ন জায়গায় হাতিয়ার সামলাতে সক্ষম।

বর্তমানে ভারতীয় সৈনিকরা নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি (Pakistan) সৈনিকদের ধরার জন্য এই ধরণের রেডার ব্যবহার করছে। আর্মেনিয়ার সঙ্গে এই রেডার বিক্রি ৪০ মিলিয়ন ডলাররে মাধ্যমে হয়। এই ভাবে ভারত তুর্কির শত্রু আর্মেনিয়াকে সাহায্য করছে, যা তুর্কির কাছে বিপদ সংকেত।

তুর্কি আর আর্মেনিয়া প্রতিবেশি দেশ। কিন্তু দুই দেশের মধ্যেকার সম্পর্ক ভালো নেই। প্রাচীন কাল থেকেই তাদের মধ্যে আদায় কাঁচকলায় সম্পর্ক। তেমনই তুর্কির প্রতিবেশি দেশ সাইপ্রাসের (Cyprus) সঙ্গেও সীমান্ত এলাকা নিয়ে ঝামেলা রয়েছে। এই দুই দেশের মধ্যে রয়েছে তুর্কি। এই পরিস্থিতিতে ভারত যদি এই দুই দেশের পাশে থেকে তাদের সাহায্য করে, সেটা তুর্কির কাছে কিন্তু চিন্তার বিষয়। আর্মেনিয়াকে তো ভারত অস্ত্র দিয়ে সাহায্য করছেই, অপরদিকে ভারত সাইপ্রাসের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক স্থাপনে চেষ্টা করছে। ইতিমধ্যেই সাইপ্রাসের রাষ্ট্রপতির ভারত সফরে আসায় ভারতের সঙ্গে তাদের সম্পর্ক আরও মজবুত হয়েছে।

এরপরও যদি তুর্কি না থামে, তাহলে ভারত আর্মেনিয়া, সাইপ্রাস এবং গ্রীসের (Greece) বিষয়কে সামনে আনতে বাধ্য হবে। বিগত ২৫ বছর ধরে চুপ করে থাকা ভারতও কিন্তু এবার তুর্কির বিরুদ্ধে সোচ্চার হবে।


Smita Hari

সম্পর্কিত খবর