বর্ণবৈষম্যের বিরুদ্ধে অভিনব পন্থা অবলম্বন করে প্রতিবাদ জানালেন কোহলি-স্মিথরা, দেখুন ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ সারা বিশ্বজুড়ে বর্তমানে কৃষ্ণাঙ্গদের ওপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে। নানা ভাবে অপমান, অত্যাচারের শিকার হচ্ছেন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কৃষ্ণাঙ্গ মানুষেরা। কয়েকমাস আগে আমেরিকাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লুয়েডকে পিটিয়ে হত্যা করেছিল আমেরিকান পুলিশ। যার প্রতিবাদে গর্জে উঠেছিল সারা বিশ্বের কৃষ্ণাঙ্গ মানুষেরা। বিভিন্ন খেলায় খেলোয়াড়রা কৃষাঙ্গদের প্রতি শ্রদ্ধা এবং কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিবাদ জানিয়েছিল।

আজ ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচের আগে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দেশের ক্রিকেটেররা খালি পায়ে গোল করে দাঁড়িয়ে কৃষ্ণাঙ্গদের প্রতি অত্যাচারের প্রতিবাদ জানালেন। আজ অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। আর এই ম্যাচ শুরুর আগেই দুই দেশের ক্রিকেটাররা সম্মিলিতভাবে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন।

বিশ্বের সর্বস্তরের মানুষের সঙ্গে “ব্লাক লাইভস ম্যাটার” আন্দোলনে যুক্ত হয়েছে ক্রিড়া জগতও। পিছিয়ে থাকেনি ক্রিকেট। কয়েকদিন আগে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে হাঁটু গেড়ে প্রতিবাদ জানিয়েছিলেন ক্রিকেটাররা। এবার ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা সংযুক্ত ভাবে এই অভিনব পন্থা অবলম্বন করে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। এভাবেই স্মিথ কোহলিরা বিশ্বকে বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তা দিলেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর