বিশ্বের সবথেকে পুরনো ১০টি রেল স্টেশন! তালিকায় ভারতেরও একটি, জানুন কোথায় আছে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ট্রেনে করে সফর করার জন্য আমাদের যেতে হয় রেল স্টেশন। এই রেল স্টেশনগুলি নিজেরাই যেন এক একটা ইতিহাস। আমরা বর্তমানে যে ধরনের স্টেশন দেখি, সেরকম আধুনিক স্টেশনের ধারণা ইংল্যান্ডে ১৯ শতকের গোড়ার দিকে উদ্ভূত হয়েছিল। সেই প্রাচীন স্টেশনগুলির অনেক বন্ধ হয়ে গেলেও, বেশকিছু স্টেশন এখনো চালু রয়েছে। আজ আমরা এমনই বিশ্বের ১০টি প্রাচীন স্টেশন সম্পর্কে জেনে নেব এই প্রতিবেদনে।

লিভারপুল রোড স্টেশন: বিশ্বের অন্যতম প্রাচীনতম স্টেশন এটি। ১৮৩০ সালের ১৫ সেপ্টেম্বর তৈরি হয় এই স্টেশন। ১৯৭৫ সাল থেকে যদিও এই স্টেশন ব্যবহার করা হয়না। বর্তমানে ম্যানচেস্টারের বিজ্ঞান ও শিল্প যাদুঘরের অংশ হিসাবে এটি ব্যবহৃত হয়। বিশ্বের প্রথম বাষ্পচালিত আন্তঃনগর রেলপথ এই লিভারপুল রোড স্টেশন।

ব্রড গ্রিন রেলওয়ে স্টেশন: ১৮৩০ সালের ১৫ সেপ্টেম্বর নির্মিত হয় এই স্টেশনটি। লিভারপুল এবং ম্যানচেস্টার রোড স্টেশনের পাশাপাশি মডেল হিসাবে তৈরি করা হয়েছিল এই স্টেশন। ১৮৩০ সাল থেকে এই স্টেশন পরিষেবা প্রদান করে আসছে।

আরোও পড়ুন : হঠাৎই অসুস্থ, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল ফেলুদাকে! কী হলো সব্যসাচী চক্রবর্তীর?

হেক্সহাম রেলওয়ে স্টেশন: টাইন ভ্যালি লাইনে উপস্থিত এই স্টেশন খুলে দেওয়া হয় ১৯৩৫ সালে। নতুনভাবে এই স্টেশনকে আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা চালানো হচ্ছে।

ডিপ্টফোর্ড রেলওয়ে স্টেশন: এটি বিশ্বের অন্যতম পুরনো রেলস্টেশন। ১৮৩৬ সালে শুরু হয় এই স্টেশন। ১৯১৫ থেকে ১৯২৬ সাল পর্যন্ত যদিও এই স্টেশন বন্ধ ছিল। তারপর ফের এই স্টেশন পুনর্নির্মাণ করা হয়।

লিভারপুল লাইম স্ট্রিট স্টেশন: বিশ্বের প্রাচীনতম ইস্পাত চালিত গ্র্যান্ড টার্মিনাস মেইন লাইন স্টেশন এটি। ১৯৩৬ সালে শুরু হয় এই স্টেশন।

লন্ডন ব্রিজ রেলওয়ে স্টেশন: বিশ্বের প্রাচীনতম অপারেটিং ট্রেন স্টেশন এটি। ১৮৩৬ সালে এই রেলস্টেশন শুরু হয়। ২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যে প্রায় ১২৫ কোটি ডলার খরচ করে এই স্টেশন নতুন ভাবে তৈরি করা হয়।

আরোও পড়ুন : পাল্টে যাবে মেট্রোর টাইমটেবিল! ৭ ঘন্টা লেটে শুরু হবে পরিষেবা, গাড়ির সংখ্যাতেও করা হবে কাটছাঁট

ইউস্টন রেলওয়ে স্টেশন: ওয়েস্ট কোস্ট মেইন লাইনের লিভারপুল লাইম স্ট্রিট, ম্যানচেস্টার পিকাডিলি, এডিনবার্গ ওয়েভারলি এবং গ্লাসগো সেন্ট্রালের দক্ষিণ টার্মিনাস হিসাবে এই রেলস্টেশন কাজ করে। এটি বিশ্বের অন্যতম প্রাচীন রেল স্টেশন। ১৯৬০ এর দশকে এই স্টেশনটিকে নতুন ভাবে তৈরি করা হয়।

হ্যারো এবং ওয়েল্ডস্টোন স্টেশন: ১৮৩৭ সালে তৈরি হয় বিশ্বের অন্যতম পুরনো এই স্টেশন। ওয়েস্ট কোস্ট মেইন লাইন বিদ্যুতায়ন করা হয় ১৯৬০-এর দশকে। লন্ডন মেট্রোপলিটন অঞ্চলে এই স্টেশন অবস্থিত।

img 20240320 155510

ভিটেবস্কি রেলওয়ে স্টেশন: এই তালিকায় এখনো পর্যন্ত যেকটি স্টেশন স্থান পেয়েছে, তার মধ্যে এটিই একমাত্র ইংল্যান্ডের বাইরে অবস্থিত স্টেশন। রাশিয়ান সাম্রাজ্যে নির্মিত প্রথম ট্রেন স্টেশন ছিল সেন্ট পিটার্সবার্গ-জারসকোসেলস্কি স্টেশন, যা পরবর্তীকালে ভিটেবস্কি রেলওয়ে স্টেশন নামে নামকরণ হয়। ১৮৩৭ সালের ৩০ অক্টোবর এই স্টেশন উদ্বোধন হয়।

ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস: ১৮৫৩ সালে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে দ্বারা নির্মিত হয় ভারতের প্রথম রেল স্টেশন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। ২০০৪ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় এই স্টেশন জায়গা পায়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X