তালিবানের হাত থেকে বাঁচাতে আফগান হিন্দু-শিখদের আশ্রয় দেওয়ার ঘোষণা ভারতের

বাংলাহান্ট ডেস্কঃ আফগানিস্তান (Afghanistan) থেকে ভারতীয়দের (indian) উদ্ধার করার পাশাপাশি, সেদেশের শিখ এবং হিন্দুদেরও ভারতে আশ্রয় দেওয়ার ঘোষণা করল ভারতের বিদেশমন্ত্রক। তালিবানদের হাতে সম্পূর্ণ আফগানিস্তান চলে যাওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর, এমনই এক বিবৃতি দিল ভারতের বিদেশ মন্ত্রক।

জানা গিয়েছে, ইতিমধ্যেই কাবুলের ভারতীয় দূতাবাস থেকে কর্মীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় বায়ুসেনার C-17 যুদ্ধবিমান, ১২০ জন ভারতীয়কে নিয়ে কাবুল থেকে ভারতের উদ্দেশ্যে পাড়ি দিয়ে দিয়েছে। সেইসঙ্গে সেখানে যে সকল ভারতীয়রা আটকা পড়ে গেছেন, তাদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, যাত্রী বিমান পরিষেবা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আফগান শিখ এবং হিন্দুদের ভারতে আনার ব্যবস্থা করা হবে।

Afgans

তালিবানরা দখল নেওয়ার পর থেকে, আফগানিস্তানের উপর বিশেষ নজর রাখছে ভারত। আফগানিস্তানের বিষয়ে খুব ভাবনা চিন্তা করে, অভিমত ব্যক্ত করছে ভারত। সেখান থেকে ভারতীয়দের সাবধানে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। পূর্বেকার আফগান সরকারের সঙ্গে সুমধুর সম্পর্ক ছিল ভারতের। কিন্তু বর্তমানে তালিবানদের সঙ্গে ঠিক কিভাবে সম্পর্ক গড়ে তুলবে, তা নিয়ে কিছুটা সংশয়ে রয়েছে ভারত। তবে ‘ব্যাকচ্যানেল’ তালিবানের সঙ্গে আলোচনার রাস্তা খোলা রাখছে, বলেও জানা গিয়েছে।

এই পরিস্থিতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আফগানিস্তানের পরিস্থিতির উপর কড়াভাবে নজর রাখছে ভারত। ভারতীয়দের সুরক্ষা এবং নিরাপত্তা রক্ষার পাশাপাশি, দেশের স্বার্থ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার। তবে আফগান শিখ এবং হিন্দু যারা দেশ ছাড়তে চান, তাঁদের সঙ্গে যোগাযোগ করে, তাঁদের সাহায্য করার আশ্বাসও দিয়েছে ভারত সরকার’।

Smita Hari

সম্পর্কিত খবর