বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পাকিস্তান বোলারদের সামনে ভারতের বিপর্যয় কাটিয়ে ভারতীয় দলকে (Indian Cricket Team) ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যে লড়াই করেছিলেন ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া তা কিছুটা বৃথা গেল। বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয় ইনিংস আরম্ভই করা গেল না। ফলস্বরূপ নেপালের বিরুদ্ধে বিশাল ব্যবধান জয় পাওয়ায় সুপার ফোরের টিকিট নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের।
এবার প্রশ্ন ভারতীয় দলের কি হবে? নেপালের বিরুদ্ধে ম্যাচে তাদের জিততেই হবে। ওই ম্যাচে কোনওরকম অঘটন ঘটলে ভারতের বদলের নেপাল পরবর্তী দল হিসেবে সুপার ফোরে যোগ দেবে। নেপাল অনেকটাই দুর্বল প্রতিপক্ষ। কিন্তু খেলার মাঠে কোনও প্রতিপক্ষকেই হালকা ভাবে নেওয়া যায় না।
তবে আজকের ম্যাচটা ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন তুলে দিয়ে গেল। এশিয়া কাপ মূলত বিশ্বকাপের আগে একটা আদর্শ প্রস্তুতি মঞ্চ। সেখানে দলের দুর্বলতা এবং প্রয়োজনীয় রণনীতি গুলি গুছিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু বল হালকা সুইং করলেই ভারতের টপ অর্ডারের যে কেঁপে ওঠার প্রবণতা আছে তা যে এখনও কমেনি সেটা আজ আরও একবার স্পষ্ট হয়ে গেল।
আরও পড়ুন: আউট করে ঈশানকে গালাগাল দেন হ্যারিস রাউফ! পরের ওভারেই এভাবে বদলা নিলেন হার্দিক
সেই সঙ্গে বৃষ্টি হওয়ার কারণে বিপজ্জনক ব্যাটিং আক্রমণের সামনে ভারতের বোলিংয়ের পারফরম্যান্সটা কেমন হতে পারে সেই নিয়ে একটা প্রশ্ন থেকেই গেল। বুমরা বা সিরাজ আজ বাবর, ফাকরদের বিরুদ্ধে বল করতে নামতে পারলে ভারত অনেক প্রশ্নের উত্তর পেত, যেগুলো এমনিতে বা অনুশীলনের সময় পাওয়া সম্ভব না।
আরও পড়ুন: রোহিতের একটা ছোট্ট ভুল! ভারতকে অল-আউটের কলঙ্ক উপহার দিয়ে ভয়ানক রেকর্ড পাকিস্তানের
আপাতত ভারতের পরবর্তী লক্ষ্য নেপালকে পরের ম্যাচে হারিয়ে সুপার ফোরে শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে নিজেদের জায়গা নিশ্চিত করা। ভারতের পরবর্তী ম্যাচ সোমবার। সেদিন নেপালের বিরুদ্ধে কোনরকম ঝুঁকি না নিয়ে নিজেদের সর্বশক্তি সম্পন্ন একাদশ মাঠে নামাবেন রোহিত, এমনটাই আশা করা হচ্ছে।