বাংলাহান্ট ডেস্ক : ভারত (India) এমন একটি দেশ, যেখান থেকে বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশে। এর মধ্যে অন্যতম হল চা। ভারতীয় চা এর কদর রয়েছে গোটা বিশ্বেই। চা রপ্তানিতে বিগত কয়েক বছর ধরে তৃতীয় স্থানে ছিল ভারত (India)। বেশ কিছু সমস্যা লেগে ছিল চা শিল্পে। তা সত্ত্বেও অভাবনীয় উন্নতি করে শ্রীলঙ্কাকে টেক্কা দিয়ে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত (India)।
চা রপ্তানিতে দ্বিতীয় ভারত (India)
সম্প্রতি ভারতীয় চা পর্ষদের তরফে জানানো হয়েছে এই তথ্য। জানা গিয়েছে, ২০২৪ সালে গোটা বিশ্বে ২৫.৪ কোটি কেজি চা রপ্তানি করেছে ভারত (India)। তালিকায় প্রথম স্থানে রয়েছে কেনিয়া। রিপোর্ট বলছে, ২০২৪ সালে প্রায় ৫০ কোটি কেজি চা রপ্তানি করেছে এই দেশ। তারপরেই ছিল শ্রীলঙ্কা। বিগত কয়েক বছর ধরে দ্বিতীয় স্থান দখল করে রেখেছিল এই দেশ। তথ্য বলছে, ২০২৩ সালে ২৩.১ কোটি কেজি পরিমাণ চা রপ্তানি করে সমান সমান স্থানে ছিল ভারত (India) এবং শ্রীলঙ্কা। কিন্তু ২০২৪ এ এগিয়ে গিয়েছে ভারত।
কত টাকা আয় হল: এর আগে ২০১৮ সালে বিশ্ব বাজারে ভারতের চা রপ্তানির পরিমাণ ছিল ২৫.৬ কোটি কেজি। তারপর থেকে ক্রমে রপ্তানির পরিমাণ কমতে থাকে ভারতের (India)। ২০১৮ সালের পর আবার ২০২৪ এ দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। টি বোর্ডের তথ্য বলছে, ২০২৪ এ চা রপ্তানি করে মোট ৭,১১২ কোটি টাকা আয় করেছে ভারত। ২০৩০ সালের মধ্যে ৩০ কোটি কেজি চা বিদেশে রপ্তানি করবে ভারত (India), এমনটাই আশা করছে কর্তৃপক্ষ।
আরো পড়ুন : সেকেন্ড ইয়ারেই ছাড়েন কলেজ, স্নাতক পাশও করেননি! বিতর্কের “শিরোমণি” কুণালের সম্পত্তি কত জানেন?
কী জানাল সংগঠন: রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাওয়ার বিষয়ে চা ব্যবসায়ীদের সংগঠনের তরফে জানানো হয়, কেন্দ্রের অনুকূল রপ্তানি নীতি এবং রাজ্য সরকারের সহযোগিতার কারণে এটা সম্ভবপর হয়েছে। আগামী বছরগুলিতে রপ্তানির পরিমাণ আরো বাড়বে বলেই আশা করছে ওয়াকিবহাল মহল।
আরো পড়ুন : বিশ্বের শীর্ষ ১০ ধনীদের তালিকা থেকে বাদ আম্বানি! মহিলাদের মধ্যে বাজিমাত রোশনি নাদারের
উল্লেখ্য, মূলত সংযুক্ত আরব আমিরশাহী, ইরাক, ইরান, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মিলিয়ে ২৫ টিরও বেশি দেশে চা রপ্তানি করে ভারত। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে তারপরেই বিদেশে রপ্তানি হয় চা।