শেষ টেস্টে এই তিনটি পরিবর্তন করলেই টিম ইন্ডিয়ার জয় নিশ্চিত, মত বিশেষজ্ঞদের

বাংলা হান্ট ডেস্কঃ লর্ডসের পর ওভালে চতুর্থ টেস্ট জিতে নিয়ে ফের একবার সিরিজের দুরন্ত কামব্যাক করেছে ভারতীয় দল। এই মুহূর্তে ১৫৭ রানের এই জয়ের ফলে সিরিজে ২-১ ফলাফলে এগিয়ে রয়েছে তারা। এখন পঞ্চম টেস্ট যে মারাত্মক গুরুত্বপূর্ণ হতে চলেছে এ নিয়ে কোন সন্দেহ নেই। ম্যানচেস্টারে পঞ্চম টেস্ট কোনভাবে ড্র করতে পারলেও ১৪ বছর পর ফের একবার ইংল্যান্ডের মাটিতে সিরিজ জেতার আশা পূর্ণ হবে ভারতের। তবে কিছু পরিবর্তন করলে দলের শক্তি আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

n8u2kmmo mayank agarwal

মায়াঙ্ক আগারওয়ালঃ

চতুর্থ টেস্ট চলাকালীন ব্যাটিং করতে গিয়ে চোট পেয়েছেন রোহিত শর্মা। দুর্দান্ত ফর্মে থাকা এই ওপেনার যদি পঞ্চম টেস্ট খেলতে না পারেন, সেক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে, মায়াঙ্ক আগারওয়াল কি সুযোগ দিয়ে দেখা যেতে পারে। দেশে এবং বিদেশে মায়াঙ্কের রেকর্ড যথেষ্ট ভালো। ইতিমধ্যেই মাত্র ১৪ টি টেস্টে ৪৫.৭৩ ব্যাটিং করে ১০৫০ রান সংগ্রহ করে ফেলেছেন। তেইশটি ইনিংসে রয়েছে তিনটি শতরান। শুধু তাই নয় বড় ইনিংস খেলারও অভ্যাস রয়েছে মায়াঙ্কের। ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে দুটি ডাবল সেঞ্চুরিও করে ফেলেছেন তিনি। তাই রোহিত যদি একাদশের বাইরে থাকেন, সেক্ষেত্রে সুযোগ পাওয়ার বড় সম্ভাবনা রয়েছে আগরওয়ালের।

89666 ashwin25 7 17

রবীচন্দ্রন অশ্বিনঃ

টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে রবীচন্দ্রন অশ্বিন কতখানি গুরুত্বপূর্ণ, তা এর আগেও প্রমাণিত হয়েছে একাধিকবার। অস্ট্রেলিয়াতেও ব্যাট এবং বল হাতে ভারতের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই বর্ষীয়ান অফস্পিনার। যদিও টিম কম্বিনেশনের কারণে বারবার সুযোগ পেয়ে আসছেন রবীন্দ্র জাদেজাই। কিন্তু বল হাতে সেভাবে সফল হতে পারেননি তিনি আর তাই ম্যানচেস্টারে অন্তত তার জায়গায় দলে আসতেই পারেন রবীচন্দ্রন অশ্বিন।

 

hanuma vihari 1 768x432 1

হনুমা বিহারীঃ

ব্যাট হাতে এই ট্যুরে মোটেই তেমন সাফল্য সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। তাই অনেকেই বলতে শুরু করেছেন ভারতের এই গুরুত্বপূর্ণ ডানহাতি ব্যাটসম্যানকে কিছুটা বিরতি দেওয়া প্রয়োজন। সে কথা মেনে যদি রাহানেকে বিরতি দেওয়া হয়, তাহলে অবশ্যই দলে আসতে পারেন সূর্য কুমার যাদব কিম্বা হনুমা বিহারী। তবে হনুমার নামই বেশি সামনে আসছে কারণ তার সম্প্রতিক ফর্ম ছিল যথেষ্ট ভালো। অস্ট্রেলিয়াতেও ভারতকে টেস্ট ড্র করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত ১২ টি টেস্টে ৩২.১৪ গড়ে ৬২৪ রান সংগ্রহ করেছেন হনুমা। যদিও বিরাট উইনিং কম্বিনেশন বদলাবেন কিনা সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর