বাংলাহান্ট ডেস্ক : স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ভারতে (India) কেন্দ্রীয় সরকারের তরফে এবার প্রকাশ্যে এল একটি বড়সড় আপডেট। এখন থেকে জিও, বিএসএনএল এবং এয়ারটেলের গ্রাহকরা নেটওয়ার্ক না থাকলেও ফোন করতে পারবেন। জানা গিয়েছে যে, ‘ডিজিটাল ভারত নিধি’র হাত ধরে এই তিনটি টেলিকম সংস্থা জোট বেঁধেছে।
ভারতে (India) কেন্দ্রীয় সরকারের (Central Government) নয়া উদ্যোগ
৪জি ইন্টারনেট (Internet) পরিষেবাও ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। বলা বাহুল্য, কোন এলাকায় সংশ্লিষ্ট মোবাইল কোম্পানির টাওয়ার না থাকলেও ‘ডিজিটাল ভারত নিধি’র সৌজন্যে ফোন কলের পরিষেবা পাওয়া যাবে। এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে, ‘ইন্ট্রা সার্কেল রোমিং’ (আইসিআর) পরিষেবার মাধ্যমেই পুরো এই প্রক্রিয়াটা করা সম্ভব হচ্ছে।
ভারতে (India) কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন দফতর ‘সঞ্চার সাথী অ্যাপ’-র পাশাপাশি এই নয়া পরিষেবা চালু করেছে। এখন কোনও কোনও ফোনে হাইস্পিড ৫জি পরিষেবা থাকলেও বেশিরভাগ মানুষই ৪জি সার্ভিসের উপরেই ভরসা করে থাকেন। ফলে গ্রাহকদের কোন সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।
আরোও পড়ুন : কেন্দ্র-রাজ্য উদ্যোগী একসাথে! অত্যাধুনিক প্রযুক্তির উপর নির্ভর করেই বাড়বে চিংড়ির রপ্তানি
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালের টেলিকমিউনিকেশনের আইনের উপর ভিত্তি করেই ‘ডিজিটাল ভারত নিধি’ তৈরি করা হয়েছে। শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামের মানুষ যাতে সহজেই দুর্দান্ত কলিং পরিষেবা পান, তা নিশ্চিত করতেই ‘ডিজিটাল ভারত নিধি’ চালু করেছে ভারত সরকার (Central Government)। ফোনের যোগাযোগ ব্যবস্থা আরও ভালো করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে সঞ্চার সাথী অ্যাপ। এই অ্যাপের যাবতীয় সুযোগ-সুবিধা মিলবে আইওএস এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনে (Smartphone)। আসলে আজকের দিনে দাঁড়িয়ে ফোনের মাধ্যমে ঘটা জালিয়াতির ঘটনায় লাগাম টানার জন্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেইসঙ্গে নিয়ে আসা হয়েছে ‘ন্যাশনাল ব্রডব্যান্ড মিশন’ ২.০ ভিশন নথি। দেশের ১.৭ লাখ গ্রামকে যুক্ত করাই হল ওই মিশনের প্রাথমিক লক্ষ্য।