বাংলাহান্ট ডেস্ক : দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর ভারত, চিন (India-China) সহ একাধিক দেশের উপর আমদানি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। চেয়ারে বসার পরই একলাফে চিনা পণ্যের উপর ২০% আমদানি শুল্ক চাপানোর ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আমেরিকার (United States of America) সাথে শুল্ক যুদ্ধের আবহেই ভারতকে পাশে পেতে মরিয়া চিন।
ভারতকে সাথে নিয়ে চিনের (India-China) প্ল্যান কী?
ক্ষমতার রাজনীতি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত ও চিনকে (India-China) একসাথে লড়াই করার আহ্বান জানালেন সম্প্রতি। দুই দেশের শক্তি সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে ‘হাতি’ এবং ‘ড্রাগন’ উপমা টেনে ওয়াং ই বলেন, “ড্রাগন এবং হাতির নাচই একমাত্র সঠিক পছন্দ।”
আরও পড়ুন : NFT দুনিয়ায় নয়া ঝড়! নিজের তৈরি NFT দিয়েই হয়ে যান বড়লোক, সামনে এল TreasureNFT AUCTION Details
একথার অর্থ এই যে, ড্রাগন আর হাতিকে একসঙ্গে নাচিয়ে দিতে হবে। এরই সাথে চিনা বিদেশমন্ত্রীর সংযোজন, “একে অপরকে হতাশ করার পরিবর্তে সমর্থন করা এবং একে অপরের বিরুদ্ধাচারণ (প্রতিরক্ষা) করার পরিবর্তে সহযোগিতা জোরদার করাই আমাদের উভয়ের স্বার্থে প্রয়োজনীয়। এশিয়ার বৃহত্তম দুই অর্থনীতি একজোট হলে গোটা বিশ্বের পক্ষেই তা লাভজনক হবে।”
আরও পড়ুন : কলকাতার বুকে এবার ছোট জমিতেও হবে ৩ তলা বাড়ি! বড় সিদ্ধান্ত নিল পুরসভা, সুখবর শোনালেন খোদ মেয়র
ভারতের (India) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার চিনের (China) সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বলতে গিয়ে বলেন, আরও ইতিবাচক ও বিশ্বস্ত সম্পর্ক তৈরির জন্য চিন ও ভারত কাজ করে চলেছে। চিন নিয়ন্ত্রিত এলাকায় ভারতীয় তীর্থযাত্রীদের জন্য তীর্থযাত্রা শুরু করা, দুই দেশের মধ্যে পুনরায় বিমান চলাচল ও সাংবাদিক আদান-প্রদানের বিষয়গুলি নিয়ে আলোচনা চালাচ্ছে দুই দেশ।
রাশিয়ার কাজানে গত অক্টোবর মাসে একটি বৈঠক অনুষ্ঠিত হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) মধ্যে। সেই বৈঠক প্রসঙ্গ উল্লেখ করে ওয়াং বলেন, “আমাদের কখনই দ্বিপাক্ষিক সম্পর্ককে সীমানা বিতর্ক দ্বারা সংজ্ঞায়িত করা উচিত নয়, অথবা (নির্দিষ্ট পার্থক্যকে) সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করতে দেওয়া উচিত নয়।”