বাংলা হান্ট ডেস্ক : সূত্রের মারফত জানা গিয়েছে, বুধবার ভোরে পূর্ব লাদাখের প্যাংগঙ লেকের উত্তর তীরে এই ঘটনা ঘটে। তিব্বত থেকে লাদাখ পর্যন্ত ১৩৪ কিমি লম্বা এই লেকের দুই-তৃতীয়াংশই চিনের অধিনে রয়েছে ।
প্যাট্রলিঙের সময় পিপলস লিবারেশন সেনা জওয়ানদের সঙ্গে বিরোধ বাঁধে ভারতীয় সেনা জওয়ানদের। এর থেকেই দুই দেশের সেনার জওয়ানদের মধ্যে ঝামেলা শুরু হয়। দু দেশই ওই এলাকায় আরও বাহিনী পাঠায়।
ভারতীয় সেনাবাহিনী জানায়, দ্বিপাক্ষিক চুক্তিগুলি সামনে রেখে সীমান্ত কর্মীদের বৈঠক হয়।বৈঠকের এক আধিকারিক জানিয়েছেন, ‘লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল’ ঠিক কোথা দিয়ে গিয়েছে, তা নিয়ে দ্বন্দ্বের কারণে অনেক সময় এমন ঘটনা ঘটে।