ফাইনালে দুরন্ত সুনীল! গোল করে ও করিয়ে ভারতকে জেতালেন ইন্টারকন্টিনেন্টাল কাপ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ হাড্ডাহাড্ডি লড়াই সত্ত্বেও দুর্দান্ত জয় ভারতের (Indian Football Team)। সুনীল ছেত্রী (Sunil Chhetri) ও ছাঙতের গোলে আরও একবার ইন্টার কন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup) চ্যাম্পিয়ন হলো ইগর স্টিম্যাকের ভারত। ফাইনালে ২-০ গোলে লেবাননকে হারিয়ে সাফ কাপের দুর্দান্ত প্রস্তুতি সেরে রাখলো ভারত।

আজ ফুটবল মাঠের সবুজ গালিচায় যেন এক ভিন্ন ভারতকে দেখলেন ফুটবলপ্রেমীরা। নাওরেম মহেশ, লালরিনজুয়ালা ছাঙতে, সন্দেশ ঝিঙ্গান, সুনীল ছেত্রীরা চাইলে মোটামুটি শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে যে ভালো মানের ফুটবলটা খেলতে পারেন, সেটা আজ প্রমাণ হয়ে গেল।

ভারতীয় কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর অনেক সমালোচিত হয়েছিলেন স্টিম্যাক। তার ফুটবল দর্শন, প্রতি ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করার স্বভাব নিয়ে তার প্রচুর সমালোচনা করেছেন ফুটবলপ্রেমীরা। তবে আজকের ম্যাচ যারা দেখেছেন তারা হয়তো এবার বুঝতে পারছেন যে ধীরে ধীরে যে প্রক্রিয়া আরম্ভ করেছিলেন স্টিম্যাক, তার ফল আস্তে আস্তে টের পাওয়া যাচ্ছে। যদিও আসন্ন এশিয়ান কাপে কঠিন গ্রুপে দলের পারফরম্যান্স শেষ কথা বলবে।

আজ প্রথমার্থে দুই দলই চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে ছাঙতের পাস থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার একদম প্রথমেই এই ধাক্কা খেয়ে লেবানন একটু গুটিয়ে যায়। এরপর ৬৫ মিনিটে একই জুটি দ্বিতীয় গোল এনে দেয় ভারতকে। তবে এবার দুজনের ভূমিকাটা পাল্টে গিয়েছিল।

এই মাসের শেষের দিকেই সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান, নেপাল এবং কুয়েতের মুখোমুখি হবে ভারত। গ্রুপপর্বে ভারতীয় দলের ভালো পারফরম‍্যান্স নিয়ে আপাতত কারোর মনে কোনও সংশয় নেই। তবে নকআউটে ভারতকে মুখোমুখি হতে পারে বাংলাদেশ বা আজকের প্রতিপক্ষ লেবাননের। তখন নিজেদের সেরাটা দেওয়ার জন্য সুনীলরা যে প্রস্তুত থাকবেন তার প্রমাণ আজকের এই পারফরম্যান্স।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর