নবীর অপমানকারীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন ডোভাল, বলল ইরান! ‘এমন কোনও কথাই হয়নি” পাল্টা ভারত

বাংলা হান্ট ডেস্কঃ পয়গম্বর ইস্যুতে বিতর্ক ক্রমশই বেড়ে চলেছে বিশ্বের দরবারে আর সেই বিতর্ক যতই বৃদ্ধি পাচ্ছে, ততই ক্রমাগত জেরবার হয়ে চলেছে ভারত সরকার। নূপুর শর্মার মন্তব্যের কারণে বর্তমানে বহু ইসলামিক দেশ ভারত বয়কটের ডাক দিয়েছে আর তার মধ্যে অন্যতম হলো ইরান। উল্লেখ্য, এই সরগরম পরিস্থিতি মাঝে ভারত সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান। ইসলামিক দেশগুলি যখন ভারতের ওপর ক্রমাগত চাপ বাড়িয়ে চলেছে, সেই মুহূর্তে ভারত সরকারের সঙ্গে গভীর আলোচনা করে চলেছে ইরান।

গত ৮ ই জুন ভারত সফরে এসে মন্ত্রী জয়শঙ্কর এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন আব্দুল্লাহিয়ান। সূত্রের খবর, এই বৈঠকে প্রধানত পয়গম্বর বিতর্কের বিষয়টি সামনে উঠে আসে। তবে বর্তমানে সেই বৈঠক ঘিরে ইরানের দাবি এবং তার বিরুদ্ধে ভারতের পাল্টা দাবি ঘিরে জন্ম নিয়েছে নতুন বিতর্ক।

সংবাদমাধ্যম সূত্রের খবর, ইরান পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে সামিল সকলের সামনে গোটা বিশ্বে চলা ভারতের প্রতি রোষের পরিবেশটি তুলে ধরেন। এরপর কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় যে, সরকার পয়গম্বরকে যথেষ্ট সম্মান করে। পরবর্তীতে ইরান দাবি করে যে, বৈঠকের সময়কালে অজিত ডোভাল ভারত সরকারের পয়গম্বরের প্রতি সম্মান সহ অপরাধীদের কড়া শাস্তি দেওয়ার ব্যাপারটি সামনে তুলে ধরেন। এক বিবৃতিতে তারা জানায়, “ভারত সরকার সহ গোটা দেশবাসী যেভাবে ধর্মীয় সহিষ্ণুতা এবং বিভিন্ন ধর্মের মধ্যে ঐক্য বজায় রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পয়গম্বরের প্রতি তাদের যে শ্রদ্ধা রয়েছে, তা যথেষ্ট প্রশংসনীয়। সম্প্রতি এই প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করা অপরাধীদের বিরুদ্ধে ভারতীয় আধিকারিকরা যেভাবে ব্যবহার করে চলেছে, তাতে মুসলিমরাও যথেষ্ট সন্তুষ্ট।”

বলে রাখা ভালো, বর্তমানে ভারতের পক্ষ থেকে ইরানের এই দাবিটিকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। ভারতের মতে, অজিত ডোভাল দ্বারা এহেন কোনও মন্তব্য করা হয়নি  এটি সম্পূর্ণ ভুল ব্যাখ্যা।

nupur sharma protest

প্রসঙ্গত, কয়েকদিন পূর্বে বিজেপি মুখপাত্র নূপুর শর্মা দ্বারা এক বিতর্কিত মন্তব্য করা হয় যারপরই উত্তাল হয়ে পড়ে গোটা বিশ্ব। একাধিক ইসলামিক দেশগুলি ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি ভারতীয় দ্রব্যসামগ্রী বয়কটের সিদ্ধান্ত নেয় আর এই সকল বিতর্ক মাঝে ইরানের বিবৃতি এবং তার পাল্টা ভারতের মন্তব্য ঘিরে বিতর্ক যে এক নতুন মাত্রা নেবে, তা অনস্বীকার্য।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর