বাংলা হান্ট ডেস্ক: চিনের (China) রেয়ার আর্থের রফতানির নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে ইভি শিল্প প্রভাবিত হলেও, ভারত (India) রেকর্ড পরিমাণে বৈদ্যুতিক যানবাহণ বিক্রির দিকে এগিয়ে চলেছে। গত ৭ মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, ভারতে প্রতিটি সেগমেন্টেই ইভির শক্তিশালী বিক্রি দেখা গেছে। এই পরিসংখ্যানগুলি প্রমাণ করেছে যে চিন (China) ইভি শিল্পের জন্য প্রয়োজনীয় রেয়ার আর্থ রফতানি নিষিদ্ধ করলেও ভারতে ইভির উৎপাদন এবং বিক্রয়ের ওপর এখনও কোনও প্রভাব পড়েনি।
ভেস্তে গেল চিনের (China) পরিকল্পনা:
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ৪ এপ্রিল চিন (China) রেয়ার আর্থ ম্যাগনেটসের রফতানি নিষিদ্ধ করে। বৈদ্যুতিক যানবাহণ তৈরিতে এই চুম্বকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য যে, চিন (China) বিশ্বের সবচেয়ে বড় রেয়ার আর্থ রফতানিকারী দেশ হিসেবে বিবেচিত হয়। এমতাবস্থায়, ভারতও রেয়ার আর্থের ঘাটতির সম্মুখীন হলেও শিল্পগুলি বিকল্প উপায় খুঁজে পেয়েছে।
বৈদ্যুতিক গাড়ি বিক্রির ক্ষেত্রে রেকর্ড: ভারতে বৈদ্যুতিক গাড়ির বিপুল বিক্রি পরিলক্ষিত হয়েছে। ১ জানুয়ারি থেকে ৩১ জুলাইয়ের মধ্যে ১৪ টি কোম্পানি মোট ৯০,৬৩৯ টি ইউনিট বিক্রি করেছে। এর মধ্যে ৭ টি ভারতীয় এবং ৭ টি গ্লোবাল কোম্পানি রয়েছে। গত বছরের তুলনায় এই সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত বছরের প্রথম ৭ মাসে ৫৬,৮১৪ টি ইউনিট বিক্রি হয়েছিল। এছাড়াও, এই পরিসংখ্যান ইতিমধ্যেই ২০২৪ সালে রেকর্ড করা সর্বোচ্চ ৯৯,৬৩৪ টি ইউনিটের ৯১ শতাংশ সম্পন্ন করেছে। ভারতের ইলেকট্রিক প্যাসেঞ্জার ভেহিক্যাল ইন্ডাস্ট্রি অগাস্টের মধ্যে এই রেকর্ড ছাড়িয়ে যাবে বলি অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: “যারা সমালোচনা করছে তারাও রাশিয়ার সঙ্গে ব্যবসায় জড়িত”, ট্রাম্পের হুমকির কড়া জবাব দিল ভারত
ইলেকট্রিক টু-হুইলারের ব্যাপক চাহিদা: ভারতের ইলেকট্রিক টু-হুইলার ইন্ডাস্ট্রির কথা বলতে গেলে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ৭,০৮,৯০৫ ইউনিট বিক্রি হয়েছে। যা ২০২৪ সালে রেকর্ড ১১.৪ মিলিয়ন ইউনিট বিক্রির ৬২ শতাংশ, যদিও বছর শেষ হতে এখনও ৫ মাস বাকি। তবে, টানা ৩ মাস ধরে দুই অঙ্কের শক্তিশালী বৃদ্ধির পর, ২০২৫ সালের জুলাই মাসে বিক্রয় ৪ শতাংশ হ্রাস পেয়েছে। এই তথ্যটি গত ২ অগাস্ট ২০২৫ তারিখে বাহন পোর্টালে উপলব্ধ সর্বশেষ তথ্যের ওপর ভিত্তি করে উপস্থাপিত করা হয়েছে।
আরও পড়ুন: প্রতিটি শেয়ার ভেঙে হবে ১০ টুকরো! টাটা গ্রুপের এই কোম্পানি নিচ্ছে বড় পদক্ষেপ, মিলল অনুমতি
ইলেকট্রিক থ্রি-হুইলারের বিক্রিও বেড়েছে: এছাড়াও, গত ৭ মাসে বৈদ্যুতিক থ্রি-হুইলার সেগমেন্টে গত বছরের তুলনায় ভালো ছিল। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে মোট ৪,৩০,৮৪৫ ইউনিট ইলেকট্রিক থ্রি-হুইলার বিক্রি হয়েছে। যা গত বছরের একই সময়ের (জানুয়ারি-জুলাই ২০২৪) ৩,৭৭,৬৪০ ইউনিট বিক্রির তুলনায় ১৪ শতাংশ বেশি। এই পরিসংখ্যান ইতিমধ্যেই ২০২৪ সালে রেকর্ড করা ৬,৯১,৩০২ ইউনিট বিক্রির ৬২ শতাংশে পৌঁছেছে।