ভারত ফ্রান্সের বন্ধুত্ব চর্চিত হচ্ছে আন্তর্জাতিক মহলেও, তেলে বেগুনে জ্বলছে চীন-পাকিস্তান

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ভারত (india) ফ্রান্সের (france) বন্ধুত্ব বর্তমান দিনে নজির সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহলেও বহুল চর্চিত এই ভারত-ফ্রান্সের বন্ধুত্বের বিষয়। যেকোন পরিস্থিতিতে একে অন্যের পাশে দাঁড়িয়েছে ভারত এবং ফ্রান্স। সম্প্রতি ভারত থেকে বন্ধু দেশ ফ্রান্সে উপহার স্বরূপ পাঠানো হয় করোনা ভ্যাকসিন। যা দুই দেশের বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করে তোলে।

ভারত থেকে করোনা ভ্যাকসিন পেয়ে ফ্রান্সের রাজদূত ইমানুয়েল লেনাই (Emmanuel Lenai) বলেন, ‘ভারত এবং ফ্রান্সের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক থাকায়, যে কোন পরিস্থিতিতে আমরা একে অন্যের পাশে দাঁড়াই। ভারত যখন পোখরানে পরমাণু পরীক্ষা করতে চেয়েছিল, তখন আমরা তাদের পাশে ছিলাম। এদিকে করোনা মহামারিকালে প্রয়োজনীয় চিকিৎসাদ্রব্য পাঠিয়ে ফ্রান্সের পাশে একজন প্রকৃত বন্ধুর মত দাঁড়িয়েছিল ভারত। সেজন্য আমি আবারও ধন্যবাদ জানাই’।

তিনি আরও বলেন, ‘ফ্রান্সের নীতি এবং সেকুলারিজমের উপর যখন আঘাত হানা হয়েছিল, তখন মোদী সরকার ফ্রান্সের পাশে ছিল। রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। আতঙ্কবাদ, উগ্রবাদ এবং কট্টরপন্থীদের বিরুদ্ধে ভারতও সমর্থন জানিয়েছিল’।

করোনা মহামারিকালে যখন বিশ্বের প্রতিটি দেশ করোনার প্রতিষেধকের অপেক্ষা করছিল, তখন ফ্রান্সের আশা ছিল ভারত নিশ্চয়ই এর সঠিক প্রতিষেধক আবিস্কার করে বিশ্বের বিভিন্ন দেশকে সাহায্য করবে। ফ্রান্সের সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। বর্তমানে একসঙ্গে ভারতে দুটো করোনা ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ভারতে গণটিকাকরণের পাশাপাশি পাঠানো হয়েছে বেশ কয়েকটি দেশেও। যার তালিকায় নাম ছিল বন্ধু দেশ ফ্রান্সেরও।

শুধুমাত্র সুরক্ষা বিষয়েই নয়, আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়েও একে অপরের পাশে রয়েছে ভারত-ফ্রান্স। ভ্যাকসিন দেওয়ার এই ঘটনা দুই দেশের বন্ধুত্বকে আরও নিবিড় করে আরও কাছাকাছি এনে দিল দুই দেশকে।

X