শুরু হয়ে গেল যুদ্ধ? “অপারেশন সিঁদুর”-এর প্রতিশোধ নিতে হামলার চেষ্টা পাকিস্তানের, যোগ্য জবাব দিল ভারত

Published On:

বাংলা হান্ট ডেস্ক: “অপারেশন সিঁদুর”-এর মাধ্যমে ইতিমধ্যেই পড়শি দেশ পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত (India)। এদিকে, এই সামরিক পদক্ষেপে ক্ষুব্ধ পাকিস্তান প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তান ভারতের ১৫ টি শহরে আক্রমণের চেষ্টা করেছিল। যেটি ব্যর্থ করে দেয় ভারত সরকার। ইতিমধ্যেই একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, পাকিস্তান ভারতের অবন্তিপুরা থেকে শুরু করে শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, লুধিয়ানা, ভাতিনডা, চণ্ডীগড়, নাল, ফলোদি এবং ভুজ আক্রমণের চেষ্টা করেছিল।

পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত (India):

এর প্রতিক্রিয়ায়, ভারত (India) S-400 ব্যবহার করে পাকিস্তানে আলোড়ন সৃষ্টি করেছে। ভারত প্রথমবারের মতো এটি ব্যবহার করেছিল। পাকিস্তানের বিরুদ্ধে এই অভিযান সারা রাত ধরে চলতে থাকে। আর এইভাবেই ভারত পাকিস্তানের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। এদিকে, ভারত এই পদক্ষেপকে অ-উস্কানিমূলক বলে বর্ণনা করেছে। সরকার স্পষ্ট করে জানিয়েছে, পাকিস্তানের সামরিক স্থাপনাগুলিকে “টার্গেট” করা হয়নি। বরং, পাকিস্তানের আক্রমণ ব্যর্থ করা হয়েছে। ভারতের এই পদক্ষেপে লাহোরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলেও জানা গিয়েছে।

India gave a befitting reply to Pakistan.

এদিকে, বৃহস্পতিবার সকালে, ভারতীয় বাহিনী পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে বিমান প্রতিরক্ষা রাডার এবং সিস্টেমগুলিকে লক্ষ্য করে হামলা চালায়। যে ক্ষমতা এবং তীব্রতা দিয়ে পাকিস্তান আক্রমণ শুরু করেছিল ভারতও (India) সেই একই ক্ষমতা এবং তীব্রতার সাথে জবাব দিয়েছে। এর ফলে লাহোরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। উল্লেখ্য যে, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর মর্টার এবং ভারী গোলাবর্ষণ করে বিনা উস্কানিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের এই গুলিবর্ষণে নারী ও শিশুসহ ১৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: পাত্তাই পাবে না পাকিস্তান! দেখে নিন ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সম্পূর্ণ তালিকা-রেঞ্জ এবং তাৎপর্য

সরকার বিবৃতিতে কী জানিয়েছে: এমতাবস্থায়, সরকার জানিয়েছে যে গত ৭ মে রাতে পাকিস্তান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের (India) বেশ কয়েকটি শহরে আক্রমণ করার চেষ্টা করেছিল। কিন্তু ভারত ইউএএস গ্রিড এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের ধ্বংস করে দেয়। এখন সেই ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে। যেগুলি পাকিস্তানি আক্রমণের প্রমাণ স্পষ্ট করেছে।

আরও পড়ুন: আরও বাড়ল পাকিস্তানের চাপ! ভারতের পাশে দাঁড়াল এই মুসলিম দেশ, কী জানালেন জয়শঙ্কর?

প্রসঙ্গত উল্লেখ্য, পাহেলগাঁও হামলার পরে যোগ্য জবাব দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানে “অপারেশন সিঁদুর” সম্পন্ন করে ভারত (India)। এই অভিযানে মঙ্গলবার রাতে পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাঁটিকে টার্গেট করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এই অভিযানের নাম দিয়েছিলেন “অপারেশন সিঁদুর”। এই হামলায় এখনও পর্যন্ত ১০০ জন জঙ্গি নিকেশ হওয়ার খবর পাওয়া গেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW বিমান হামলার জন্য সমস্ত টার্গেট চিহ্নিত করেছিল। তারপরে লস্কর এবং জইশ ঘাঁটিতে আক্রমণ করা হয়।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X