বাংলাহান্ট ডেস্ক:- ভারতীয় প্রযুক্তিকে উন্নতির শীর্ষে পৌঁছওতে আর এক ধাপ এগোল ভারত। এবার সম্পূর্ণ দেশীয় প্রক্রিয়ায় সেমিকন্ডাক্টার চিপ (Semiconductor) তৈরি করল ভারত(India)। চালু করা হল দেশের প্রথম বিক্রম ৩২ বিট (Vikram 32 bit) প্রসেসর। বিশেষজ্ঞদের মতে, এই প্রসেসর স্বনির্ভর ভারতের ভাবমূর্তিকে আরও এগিয়ে নিয়ে যাবে
ভারতের প্রথম সেমিকন্ডাক্টর চিপ (Semiconductor)
প্রযুক্তির ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল ভারত । এবার প্রথমবারের মতো সম্পূর্ণ স্বদেশি সেমিকন্ডাক্টর (Semiconductor) চিপ বাজারে আনল ভারত। মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘সেমিকন ইন্ডিয়া ২০২৫’ (Semicon India 2025)-এর উদ্বোধন করেন এবং এই অনুষ্ঠানেই উন্মোচিত হয় ভারতের প্রথম দেশীয় প্রসেসর ‘বিক্রম ৩২-বিট চিপ’। ISRO-র সেমিকন্ডাক্টর ল্যাবরেটরিতে তৈরি এই চিপকে ভারতীয় প্রযুক্তিগত আত্মনির্ভরতার এক ঐতিহাসিক সাফল্য বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী জানান, প্রযুক্তির প্রতি তাঁর স্বাভাবিক আগ্রহ রয়েছে এবং ভারতের ইনোভেশন ও তরুণশক্তি আজ গোটা বিশ্বের কাছে আস্থা তৈরি করেছে। তিনি বলেন, বিংশ শতাব্দীতে তেলের গুরুত্ব যেমন ছিল, একবিংশ শতাব্দীতে তেমনই গুরুত্ব পাবে সেমিকন্ডাক্টর চিপ। তাঁর বলেন, “যদি তেল হয় ব্ল্যাক গোল্ড, তবে চিপ ডিজিটাল ডায়মন্ড।”
আরও পড়ুন:- বাড়বে DA, তবে পুরনো সব ভাতা উঠে যাবে? এই সরকারি কর্মীদের জন্য নয়া আপডেট সামনে
তিন দিনের এই সম্মেলন ২রা থেকে ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং তাতে ৪৮টিরও বেশি দেশ থেকে প্রায় আড়াই হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। আলোচনার মূল বিষয়বস্তু হল সেমিকন্ডাক্টর (Semiconductor) ফ্যাব্রিকেশন, অ্যাডভান্স প্যাকেজিং প্রকল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, গবেষণা এবং বিনিয়োগের সম্ভাবনা। পাশাপাশি একটি বিশেষ সিইও রাউন্ডটেবিল সেশনেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ভারত ইতিমধ্যেই ৭.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং দেশকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত করার পথে দ্রুত এগোচ্ছে। তাঁর দাবি, সেমিকন্ডাক্টর বাজারে ভারতের অংশগ্রহণ ক্রমেই বাড়বে এবং শীঘ্রই দেশ সম্পূর্ণ সেমিকন্ডাক্টর জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই ২০২৫ সালের জন্য পাঁচটি নতুন প্রকল্প অনুমোদিত হয়েছে এবং চলতি বছর থেকেই বাণিজ্যিক চিপ উৎপাদন শুরু হবে।
First ‘Made in Bharat’ Chips! 🇮🇳 pic.twitter.com/QYFGA4HFLG
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) September 2, 2025
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কয়েক বছর আগে প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে ‘ইন্ডিয়া সেমিকন্ডাক্টর (Semiconductor) মিশন’ শুরু হয়েছিল। মাত্র তিন-সাড়ে তিন বছরের মধ্যেই ভারত বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তিনি বলেন, বর্তমানে দেশে পাঁচটি সেমিকন্ডাক্টর ইউনিট দ্রুত নির্মাণাধীন রয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই দুটি নতুন প্ল্যান্ট থেকে চিপ উৎপাদন শুরু হবে এবং আরও চারটি সেমিকন্ডাক্টর ইউনিটে কাজ ত্বরান্বিত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বের বড় কোম্পানিগুলিকে উদ্দেশ করে আরও বলেন, আজকের অস্থির নীতি ও অনিশ্চিত পরিস্থিতির সময়ে ভারত স্থিতিশীলতার প্রতীক, তাই বিনিয়োগের জন্য ভারতই সঠিক জায়গা।
আরও পড়ুন:- হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের, আদালতের নির্দেশ ছাড়া চিড়িয়াখানার জমির বাণিজ্যিক ব্যবহারে জারি নিষেধাজ্ঞা
সরকারের দাবি, এই নতুন উদ্যোগ সরাসরি ভারতের ডিজিটাল অর্থনীতি, ইলেকট্রনিক্স উৎপাদন ও কর্মসংস্থানের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। ভারতের প্রথম দেশীয় সেমিকন্ডাক্টর (Semiconductor) চিপ ‘বিক্রম ৩২-বিট প্রসেসর’-এর উন্মোচন শুধুমাত্র একটি প্রযুক্তিগত পদক্ষেপ নয়, বরং আত্মনির্ভর ভারতের দিকে আরেকটি দৃঢ় অগ্রযাত্রা। বিশেষজ্ঞদের মতে, এই চিপ ভারতীয় প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, টেলিযোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাধারণ ইলেকট্রনিক্স উৎপাদনে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। ফলে আগামী বছরগুলোতে ভারত বিশ্ব সেমিকন্ডাক্টর মানচিত্রে এক অন্যতম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে, যা কেবল অর্থনীতিই নয়, দেশের কৌশলগত ক্ষমতাকেও আরও সমৃদ্ধ করে তুলবে।