ভারতের জনসংখ্যা ৪০০ কোটি! বেফাঁস মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলড ইমরান খান

বাংলাহান্ট ডেস্কঃ ফের বেফাঁস মন্তব্যের জেরে সংবাদ শিরোনামে উঠে এলেন পাকিস্তান (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। প্রতিবেশি দেশ হলেও, সর্বদা ভারতকে ছোট করতে, নিচু দেখাতে এবং আক্রমণ করতে তৎপর থাকে পাকিস্তান। তবে প্রতিবেশি শত্রু দেশের বিভিন্ন খারাপ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে ভেস্তেও দিয়েছে ভারতীয় সেনাবাহিনীরা।

তবে এবার ভারতকে কটাক্ষ করতে গিয়ে এবার নিজেই হাসির খোরাকে পরিণত হলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বললেন, ‘ভারতের জনসংখ্যা ৪০০ কোটি’। আর পাক প্রধানমন্ত্রীর এমন মন্তব্য রীতিমত ভাইরাল হয়ে যায় স্যোশাল মিডিয়ায়। যার জেরে আবারও সমালোচিত হলেন ইমরান খান।

883032 867334 imran khan 3

প্রথম জীবনে বেশকিছুটা সময় ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত থাকায়, দাপিয়ে বেরিয়েছেন গোটা পৃথিবীতে। পড়াশুনা সম্পন্ন করেছেন লন্ডনে থেকে। আন্তর্জান্তিক মহল সম্পর্কেও তাঁর যথেষ্ট জ্ঞান রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভারতকে আক্রমণ করতে গিয়ে হাসির পাত্র হলেন ইমরান খান।

কিছুদিন আগেও একবার উজবেকিস্তান প্রসঙ্গে এক মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, ‘উজবেক নাগরিকদের থেকেও, উজবেকিস্তানের ইতিহাস সম্পর্কে আমার বেশি জ্ঞান আছে’। আর এমন মন্তব্য করার পর কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল ইমরান খানকে।

তবে এবার এক অনুষ্ঠানে ভারতকে আক্রমণ করতে গিয়ে, জনসংখ্যা বললেন ৪০০ কোটি! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের পরাজয়ের বিষয়ে খোঁচা মারতে গিয়ে ইমরান খান বলেন, ‘১ বিলিয়ন ৩০০ কোটি মানুষের দেশ ভারতকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারিয়ে দিল ৪০-৫০ লক্ষ জনসংখ্যার দেশ নিউজিল্যান্ড’।

আর এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই, ভিডিওর এই অংশ কার্যত ভাইরাল হয়ে যায়। ভারতের জনসংখ্যা যেখানে প্রায় ১৩৬ কোটি, সেখানে ইমরান খান বলেন ৪০০ কোটি। আর সেই কারণেই স্যোশাল মিডিয়ায় হাসির খোরাকে পরিণত হন পাক প্রধানমন্ত্রী। যদিও এবিষয়ে ইমরান খানের সমর্থকরা দাবি করেছেন, ‘মুখ ফসকে এমন মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর