বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে গোটা বিশ্বের অর্থনীতি একটি অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আর্থিক মন্দার। তবে এর মধ্যে ভারতের অর্থনীতিতে তেমন প্রভাব পড়েনি বলেই জানালো আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বিশ্ব জুড়ে আর্থিক অনিশ্চয়তার মধ্যেও ভারত ভালো ফল করেছে। এই কথায় সায় দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)।
সম্প্রতি আয়োজিত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক বৈঠক। সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, বিশ্ব জুড়ে আর্থিক অনিশ্চয়তার মধ্যেও ভারত নিজেকে প্রমাণ করেছে এবং অন্যান্যদের তুলনায় ভালো অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক অর্থনৈতিক কমিটিকে সীতারমন জানান, চলতি অর্থবর্ষের প্রথম চার মাসে ভারতের জিডিপি ১৩.৫ শতাংশতে দাঁড়িয়েছে। বিশ্বের তাবড় অর্থনীতিগুলির মধ্যে এটি সব থেকে বেশি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে, ২০২২ এবং ২০২৩ অর্থবর্ষে ভারতই বিশ্বের একমাত্র অর্থনীতি হবে যার বৃদ্ধির হার ৬ শতাংশের বেশি হবে। এদিনের বৈঠকে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর মতে, ২০২২-২৩ অর্থবর্ষে ১৩.৫ শতাংশ জিডিপি করোনা পূর্ববর্তী ৩.৮ শতাংশকে টেক্কা দিতে খুবই সাহায্য করবে। নির্মলা সীতারমন এদিন জানান, গ্রাহকদের খরচ করার হার বৃদ্ধি পেয়েছে ২৬ শতাংশ। তিনি মনে করেন, এখনও বড় ব্যবসাগুলি আরও উন্নতি করতে পারে।
বৈঠকে নির্মলা সীতারমন বলেন, “আন্তর্জাতিক স্তরে বিভিন্ন রাজনৈতিক চাপানুতোরের ফলে আসন্ন শীতে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।” উন্নত অর্থনীতিগুলির কাছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাও একটি বড় চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেন তিনি। তাই এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিশ্ব ব্যাঙ্ককে আর্থিক সরবরাহ আরও মসৃণ করার পরামর্শ দেন।
প্রসঙ্গত, এর আগে নির্মলা সীতারমন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে বলেছিলেন যে ভারত এখন আন্তর্জাতিক স্তরে উদাহরণ তৈরি করছে। পাশাপাশি, বিশ্বের অন্যান্য দেশগুলি ভারতের এই উন্নতি স্বীকারও করছে। এমনকি অনেকগুলি দেশ এটাও মানছে যে ভারতের উন্নতির একটি প্রমাণ হল অর্থনীতির এই বৃদ্ধি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, করোনা পরিস্থিতির পর দেশের প্রতিটা নাগরিক অর্থনীতিকে চাঙ্গা করতে কাজ করে গিয়েছেন। তাই তিনি মনে করেন, বিশ্ব জুড়ে অর্থনীতি শিথিল হয়ে পড়লেও ভারতের অর্থনীতিতে তার কোনও প্রভাব পড়বে না। বরং দ্রুত হারে বৃদ্ধি পাবে ভারতের অর্থনীতি।