বাংলাহান্ট ডেস্ক : অতীতে বহুবার ভারতের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও,পড়শী দেশের কাছ থেকে মিলেছে শুধুই বিশ্বাসঘাতকতা। সাম্প্রতিক অতীতে যার সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশ-পাকিস্তান। তবুও মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার খাতিরে বারংবার মহানুভবতার পরিচয় দিয়েছে ভারত। এবার মাঝ সমুদ্রে আটকে পড়া এক পাকিস্তানি মৎস্যজীবীর প্রাণ রক্ষা করে ফের দৃষ্টান্ত স্থাপন করল ভারতীয় নৌবাহিনী (Indian Navy)।
পাকিস্তানের মৎস্যজীবীর পাশে ভারতের (Indian Navy) নৌসেনা
জানা যাচ্ছে, ইরানি জাহাজ আল ওমেদি থেকে গত শুক্রবার ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) স্টিলথ ফ্রিগেট আইএনএস ত্রিকান্দে আসা একটি সংকেত বার্তায় জানানো হয়, জাহাজের ইঞ্জিনে কাজ করার সময়ে গুরুতরভাবে আহত হয়েছেন পাকিস্তানের (Pakistan) এক মৎস্যজীবী। তার অবস্থা আশঙ্কাজনক। আহত পাক মৎস্যজীবী এফভি আবদুল রহমান হানজিয়াকে স্থানান্তরিত করা হয় অন্য একটি জাহাজে।
আরও পড়ুন : অভিজিৎ গাঙ্গুলি দিয়েছিলেন রায়! আজ ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের ভাগ্য পরীক্ষা হাইকোর্টে, জানুন
সংকেত বার্তা পাওয়ার পর দ্রুত গতিপথ পরিবর্তন করে ওমান উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার পূর্বে থাকা ওই জাহাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আইএনএস ত্রিকান্দ। সূত্রের খবর, ভারতীয় জাহাজে থাকা মেডিকেল অফিসারদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রোপচার করে আহত পাকিস্তানি মৎস্যজীবীর (Pakistani Fisherman)। আহত পাক নাগরিককে অজ্ঞান করে তিন ঘন্টা ধরে চলে অপারেশন।
আরও পড়ুন : এক বছর পরেই নষ্ট OMR শিট! নিয়ম কী বলছে? ২৬০০০ চাকরি বাতিলের পর সামনে চাঞ্চল্যকর তথ্য
জানা গিয়েছে, আহত পাক মৎস্যজীবী এফভি আবদুল রহমান হানজিয়া বালোচিস্তানের বাসিন্দা। ইঞ্জিনে কাজ করতে গিয়ে গুরুতরকভাবে হাতে চোট পান তিনি। শুরু হয় রক্তপাত। আহত মৎস্যজীবীর রক্তপাত নিয়ন্ত্রণে আনতে দ্রুত অপারেশন করার সিদ্ধান্ত নেয় ভারতীয় নৌবাহিনীর মেডিকেল টিম। এমনকি ভারতীয় নৌবাহিনীর তরফে আহত ওই মৎস্যজীবীকে সরবরাহ করা হয়েছে অ্যান্টিবায়োটিক-সহ সমস্ত চিকিৎসা সরঞ্জাম।
সহকর্মীর প্রাণ বাঁচানোয় ভারতীয় নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাহাজে থাকা অন্যান্য কর্মীরা। ভারতীয় নৌবাহিনীর এই মানবিক মুখ নিঃসন্দেহে স্থাপন করল এক নয়া নজির। কিছুদিন আগে ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ত্রাণ প্রেরণ ও উদ্ধারকার্যে সহায়তা করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ে ভারত (India)। এবার ফের একবার প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকের জীবন বাঁচিয়ে ভারতীয় নৌবাহিনী উজ্জ্বল করল দেশের মুখ।