সস্তায় দুবাইকেও টেক্কা দেবে এই দেশ, যে গয়না পরছেন সেই সোনা কোথা থেকে আসে জানেন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সোনার (Gold) দাম যত দিন যাচ্ছে তত বেড়েই চলেছে। লাখের গণ্ডি ছুঁয়েও কমার কোনও লক্ষণ নেই। কিন্তু তবুও সোনার চাহিদা কিন্তু বৃদ্ধির পথেই। দাম যতই বাড়ুক, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ভারতীয়দের কাছে সোনা (Gold) খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সোনায় বিনিয়োগও করে থাকেন বহু মানুষ। তবে যে গয়নাগুলি পরছেন, তার বেশিরভাগ সোনাই কিন্তু বিদেশ থেকেই আমদানি হয় ভারতে।

এই দেশ থেকে সস্তায় সোনা (Gold) আনায় ভারত

ভারতে সীমিত পরিমাণে উৎপাদিত হয় সোনা। তাই বিদেশ থেকেই মূলত সোনালি ধাতু (Gold) আমদানি করে থাকে ভারত। সোনার জন্য দুবাইয়ের জনপ্রিয়তার কথা সকলেই জানেন। করমুক্ত নীতির কারণে দুবাইয়ের সোনা বিশ্ববিখ্যাত। ভারতীয়দের অনেকেই দুবাই থেকে সোনা কিনে থাকেন। তবে জানলে অবাক হবেন, দুবাইয়ের থেকেও সস্তায় সোনা (Gold) পাওয়া যায় অপর আরেকটি দেশে, যেখান থেকে ভারতের অধিকাংশ সোনা আমদানি হয়ে থাকছ।

India imports most gold from this country

কেন সোনা এত সস্তা এখানে: বর্তমানে সুইজারল্যান্ড থেকেই বেশিরভাগ সোনা (Gold) আনায় ভারত। গত অর্থবর্ষের রিপোর্ট বলছে, প্রায় ৪০ শতাংশ সোনাই সুইজারল্যান্ড থেকে আমদানি করে ভারত। উচ্চ গুণমান এবং টেকসই হওয়ার কারণে ভারতীয় ব্যবসায়ীরা বিশেষ ভাবে পছন্দ করেন সুইজারল্যান্ডের সোনা (Gold)। পাশাপাশি ইউরোপের এই দেশে সোনার উপরে শুল্কের শর্ত অনেকটাই শিথিল। সেই কারণে দুবাইয়ের থেকেও সোনার (Gold) আমদানির ক্ষেত্রে সুইজারল্যান্ড ভারতীয় ব্যবসায়ীদের কাছে বেশি পছন্দের।

আরও পড়ুন : টানা ৯ দিনের টানটান ‘অপারেশন অখল’, রাতভর সংঘর্ষে একাধিক জঙ্গি নিধন, শহিদ ২ জন সেনা জওয়ান

ভারতে সোনার দাম চড়া কেন: বিশ্বের বৃহত্তম সোনা (Gold) পরিশোধন কেন্দ্র হিসেবে মানা হয় সুইজারল্যান্ডকে। পাশাপাশি এই দেশ ট্রানজিট হাব হিসেবেও কাজ করে। সুইজারল্যান্ডের পর ভারতের প্রায় ১৬ শতাংশ সোনা (Gold) আসে সংযুক্ত আরব আমিরাত থেকে। পাশাপাশি পেরু, দক্ষিণ আফ্রিকা, গিনি থেকেও সোনা (Gold) আনায় ভারত। মূলত উচ্চ আমদানি শুল্ক, জিএসটি, পরিবহন খরচ ইত্যাদি কারণে ভারতীয় বাজারে সোনার দাম চড়া।

আরও পড়ুন : নামমাত্র ভাড়া ধার্য এসি লোকালে, তাও চড়বেন বিনা টিকিটে? ধরা পড়লে কী শাস্তি হতে পারে?

গোটা বিশ্বে বেশ কয়েকটি দেশে সোনার দাম অনেকটাই কম। অস্ট্রেলিয়ায় প্রচুর পরিমাণে সোনা উৎপাদিত হয়। তাই এখানে দাম তুলনামূলক কম। সিঙ্গাপুরে বিনিয়োগ করা সোনায় কোনও জিএসটি নেই। তাই দাম কম। অন্যদিকে ইন্দোনেশিয়াও ক্রমেই দাম কম থাকার কারণে সোনা আমদানি এবং কেনার ক্ষেত্রে জনপ্রিয়তা পাচ্ছে।