একলাফে দ্বিগুণ হবে বাণিজ্য! অক্টোবরেই এই দেশের সঙ্গে ট্রেড ডিলের সম্ভাবনা ভারতের

Published on:

Published on:

India is going to have a Free Trade Agreement with this country.

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, সরকারি সূত্রকে উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টসে বলা হচ্ছে, ভারত ও কাতারের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (Free Trade Agreement) রূপরেখা আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে চূড়ান্ত হতে পারে। সূত্রের খবর অনুযায়ী, ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সম্ভবত ৬ অক্টোবর, ২০২৫ তারিখে কাতারে পৌঁছবেন। যেখানে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হতে পারে।

ভারত-কাতার মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement):

উল্লেখ্য যে, এই মুক্ত বাণিজ্য চুক্তিটি (Free Trade Agreement) Comprehensive Economic Partnership Agreement তথা CEPA-এর সঙ্গে যুক্ত। যার সম্ভাবনা প্রথম উত্থাপিত হয়েছিল ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। সেই সময়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ভারত সফর করেছিলেন। তখন উভয় দেশ পারস্পরিক অর্থনৈতিক লক্ষ্যে একমত হয়েছিল। যার মধ্যে রয়েছে ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার পরিকল্পনাও।

India is going to have a Free Trade Agreement with this country.

বাণিজ্য দ্বিগুণ করে ২৮ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা: জানিয়ে রাখি, গত ফেব্রুয়ারিতে, ভারত এবং কাতার আগামী ৫ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে ২৮ বিলিয়ন মার্কিন ডলারে বৃদ্ধি করার বিষয়ে সম্মত হয়েছে। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির উপস্থিতিতে উভয় পক্ষ কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা এবং সংশোধিত দ্বৈত কর পরিহার চুক্তিতেও ২ টি চুক্তি স্বাক্ষর করেছেন।

আরও পড়ুন: এশিয়া কাপে পাকিস্তানকে বয়কট করা সম্ভব নয় কেন? অবশেষে কারণ জানাল BCCI

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য আলোচনার অবস্থা: সূত্রগুলি ইউরোপীয় ইউনিয়নের (EU) সঙ্গে চলমান আলোচনার কথাও উল্লেখ করেছে। তারা জানিয়েছে যে, EU-র একটি প্রতিনিধিদল বর্তমানে নয়াদিল্লিতে উপস্থিত রয়েছে এবং আলোচনা ইতিবাচক দিকে এগিয়ে চলেছে। এই আলোচনা ভারত-EU আলোচনার ১৩ তম রাউন্ডের অংশ। এই আলোচনা চলাকালীন, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের আগামী ১২ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার) EU-র বাণিজ্য কমিশনার মারোস শেফোভিচের সঙ্গে দেখা করার কথা রয়েছে। মনে করা হচ্ছে যে, এই বৈঠক উভয় পক্ষের মধ্যে আরও স্পষ্টতা এবং সহযোগিতা নিশ্চিত করতে সহায়ক হবে।

আরও পড়ুন: দেশজুড়ে ব্যান সোশ্যাল মিডিয়া! নেপালে Gen Z-এর তুমুল বিক্ষোভ, পুলিশের গুলিতে মৃত অন্তত ৯

সামগ্রিকভাবে সোজা কথায় বলতে গেলে ভারত-কাতার মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement) আগামী মাস অর্থাৎ অক্টোবরের প্রথম দিকে চূড়ান্ত হতে পারে এবং ৬ অক্টোবর পীযূষ গোয়েলের কাতার সফর এক্ষেত্রে নির্ণায়ক হিসেবে বিবেচিত হতে পারে। একইসঙ্গে, ভারত-EU আলোচনাও এগিয়ে চলেছে। যেখানে আগামী ১২ সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তাব করা হয়েছে। যদি উভয় চুক্তিই সফল হয়, সেক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা যে নতুন উচ্চতায় পৌঁছবে তা আর বলার অপেক্ষা রাখে না।