অমিত সরকার : কোনও দেশকে কড়া বার্তা দেওয়ার জন্যই কি রাশিয়ার সাথে অস্ত্রের দুনিয়ায় এক জায়গা করে নেওয়ার তাগিদ?
রাশিয়ার এনপিও মস্কোসট্রোনিয়া আর ভারতের ডিআরডিও সংযুক্ত রুপে এই মিসাইলকে বিকশিত করবে। এটা রাশিয়ার পি-৮০০ অঙ্কিস ক্রুজ মিসাইলের টেকনলজির উপর নির্ভর করবে। ব্রহ্মস মিসাইল এর নাম ভারতের ব্রহ্মপুত্র আর রাশিয়ার মস্কবা নদীর নামে রাখা হয়েছে। এই সুপারসনিক ক্রুজ মিসাইলের গতি শব্দের থেকেও তিনগুন বেশি।
ব্রহ্মস মিসাইল কম দূরত্বের রেমজেট ইঞ্জিন যুক্ত সুপারসনিক ক্রুজ মিসাইল। এই মিসাইল ডুবো জাহাজ থেকে, জাহাজ থেকে, লড়াকু বিমান এবং জমি থেকেও ফায়ার করা যায়। রেমজেট ইঞ্জিনের সাহায্যে মিসাইলের ক্ষমতা তিনগুন বেড়ে যায়। যদি কোন মিসাইলের ক্ষমতা ১০০ কিমি দূর পর্যন্ত থাকে, তাহলে এই রেমজেট ইঞ্জিনের সাহায্যে সেই মিসাইলের ক্ষমতা ৩২০ কিমি পর্যন্ত বাড়ানো যাবে।