‘বিশ্বের ঔষধের ভাণ্ডার ও ফার্মেসিতে পরিণত হচ্ছে’, WHO-র মুখে ভূয়সী প্রশংসা ভারতের

বাংলাহান্ট ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে আবারও সুখ্যাতি বাড়ল ভারতের (india)। প্রশংসার নজির সৃষ্টি করল ভারতবর্ষ। গত ৭৫ বছর ধরে এমন ঘটনা ভারতের ইতিহাসে ঘটেনি বলেই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা WHO-র শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। ভারতকে বিশ্বের ঔষধালয় তথা ফার্মেসি বলে অভিহিত করলেন তিনি।

গোটা বিশ্বের যে কোন প্রান্তে যে কোন রোগের টিকা সরবরাহ করে ভারত। এমনকি করোনা আবহেও বিভিন্ন দেশকে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, ওষুধপথ্য থেকে শুরু করে এমনকি করোনা ভ্যাকসিন দিয়েও সাহায্য করেছে। নিজের দেওয়া প্রতিশ্রুতি রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

MF4H2VD57BFU3HVO5UJJARZKEU

সম্প্রতি ‘সুস্থ ভারত, সম্পন্ন ভারত’ টেলিথনের মঞ্চে স্বামীনাথন ভারতের প্রশংসা করে বলেন, স্বাস্থ্যখাতে ভারতের চারটি বড় কৃতিত্ব রয়েছে। শিশু ও প্রসূতি মৃত্যুহার হ্রাস, ইউনিভার্সাল হেলথ কভারেজ, পোলিও দূরীকরণ এবং আরও কিছু টিকায় আরোগ্য সম্ভব-এমন রোগের দূরীকরণ। আর এই সমস্ত কাজের মধ্য দিয়েই ধীরে ধীরে বিশ্বের ঔষধের ভাণ্ডার তথা ফার্মেসিতে পরিণত হচ্ছে ভারত’।

এখানেই থামলেন না সৌম্যা স্বামীনাথন (Soumya Swaminathan)। তিনি আরও বলেন, ‘বিশ্বের প্রতিটি দেশেই করোনা আবহে জরুরিকালীন স্বাস্থ্য পরিষেবায় বড়সড় প্রভাব পড়েছে। যার মধ্যে ভারতও প্রভাবিত হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মত ভারতও এর দরুন প্রভাবিত হয়েছে। সমস্যা হয়েছে টিকাকরণেও। গত ৭০ বছরে গোটা বিশ্বের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থায় প্রথম সারিতে রয়েছে ভারত’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর