2011 সালে বিশ্বকাপ জয় তার ঠিক দু’বছর পরে অর্থাৎ 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। গত দশ বছরে ভারতের ঝুলিতে এই দুটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। আর তার পরের দুটি বিশ্বকাপ 2015 এবং 2019 এর বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছে ভারতীয় দলকে। তবুও গত 10 বছরে ওয়ানডে ফরমেটে ভারতই হল শ্রেষ্ঠ দল।
2010 সাল থেকে শুরু করে 2019 সাল এই সময়ে ভারত মোট 249 টি ওয়ানডে ম্যাচ খেলেছে। তার মধ্যে জয়লাভ করেছে 157 টি ম্যাচে। ভারতকে হারের মুখ দেখতে হয়েছে 79 টি ম্যাচে। ছটি ম্যাচে ড্র এবং সাতটি ম্যাচে কোন প্রকার ফলাফল হয় নি। অর্থাৎ ভারত যে পরিমাণ ম্যাচ হেরেছে তার থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ ম্যাচে জয়লাভ করেছে ভারত। যা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি।
অপরদিকে ওয়ানডে ম্যাচে জয়ের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া 216 টি ম্যাচ খেলে 125 টি ম্যাচে জয়লাভ করেছে। অপরদিকে ইংল্যান্ড 218 টি ম্যাচ খেলে 123 টি ম্যাচ জিতেছে। চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা 188 টি ম্যাচ খেলে 114 টি ম্যাচে জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকা।
এছাড়াও 2010 থেকে 2019 এই সময়ের মধ্যে সবথেকে বেশি ওয়ানডে সিরিজ জেতার রেকর্ড রয়েছে ভারতের ঝুলিতে। মোট 35 টি ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। সেখানে দাঁড়িয়ে ইংল্যান্ড জিতেছে 32 টি এবং অস্ট্রেলিয়া ওয়ানডে 30 টি ওয়ানডে সিরিজ। অর্থাৎ সিরিজ জেতার দিক দিয়েও অন্যান্য দলকে পিছনে ফেলেছে ভারত। আর এইসব কিছু বিচার করে গত 10 বছরে শ্রেষ্ঠ ওয়ানডে দল হিসেবে ভারতকে ধরা হচ্ছে।