বাংলা হান্ট ডেস্কঃ আজ পুনেতে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং ইংল্যান্ড। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম এই মুহূর্তে চলছে দুই দলের ম্যাচ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
এইদিন ব্যাটিং করতে নেমে শুরুতেই পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। প্রথমে ওপেনার শিখর ধাওয়ান তারপর আরেক ওপেনার রোহিত শর্মাকে হারিয়ে এই মুহূর্তে বেশ চাপে রয়েছে ভারতীয় দল। টপলির বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে মাত্র 4 রান করে প্যাভিলিয়নে ফিরে যান গত ম্যাচের নায়ক শিখর ধাওয়ান, তার কয়েক ওভার পরেই ব্যক্তিগত 25 রান করে প্যাভিলিয়নে ফিরে যান ভারতের আরেক ওপেনার রোহিত শর্মা।
2nd ODI. 8.4: WICKET! R Sharma (25) is out, c Adil Rashid b Sam Curran, 37/2 https://t.co/RrLvC1S7EI #INDvENG @Paytm
— BCCI (@BCCI) March 26, 2021
এই মুহূর্তে ক্রিজে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং কে এল রাহুল। 32 বল খেলে 26 রানে ব্যাটিং করছেন বিরাট কোহলি অপরদিকে 23 বল খেলে 15 রানে ব্যাটিং করছেন কে এল রাহুল। এই দুজনের ব্যাটিংয়ের উপর নির্ভর করছে ভারতের ইনিংস। কারণ এই দুজন যতক্ষণ ক্রিজে থাকবে ততই লাভ ভারতের। এই মুহূর্তে 16 ওভার শেষে দু উইকেটের বিনিময় ভারতের রান 72। এরপর ব্যাটিং করতে নামবেন ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, কুনাল পান্ডিয়া, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার।