দক্ষিণবঙ্গে ‘অশনি’ সংকেত! ৭২ ঘণ্টা কাঁপিয়ে ঝড়বৃষ্টি জেলায় জেলায়, IMD-র ভয়ঙ্কর রিপোর্ট

বাংলা হান্ট ডেস্ক : ফেব্রুয়ারির শুরুর থেকেই কমেছে শীতের দাপট। বসন্তের স্নিগ্ধ বাতাসে কোথায় মানুষ একটু প্রাণ জুড়াবে, তা না হয়ে শুরু হয়েছে ঝড় বৃষ্টির খেলা। অকাল বৃষ্টির এই তাণ্ডবে তিতিবিরক্ত দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষজন। তুমুল বৃষ্টিতে ভিজেছে একাধিক জেলা। চলতি সপ্তাহের শেষেও বৃষ্টির ভ্রুকুটি বজায় রইল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

হাওয়া অফিসের (India Meteorological Department) পূর্বাভাস, আগামী চারদিনই বিরাট খেলা দেখাবে আবহাওয়া (Weather)। ভরা বসন্তের কালবৈশাখীর ছায়া। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও ঝড় বৃষ্টি বাড়বে শনিবার থেকেই। পশ্চিমী ঝঞ্ঝার দাপট তো রয়েইছে, সেই সাথে আক্রমণ শানাবে ঘূর্ণাবর্তও। সাঁড়াশি আক্রমণে ভালোই ঝটকা খাবে জেলা থেকে শহরতলি।

   

এইদিন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের জলীয় বাষ্প প্রবেশ করেছে রাজ্যে। অন্যদিকে পূবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতও অনিবার্য। দুইয়ে মিলিয়ে ঝড় বৃষ্টি তো হবেই সেই সাথে বজ্রপাতের সম্ভাবনাও ষোল আনা। দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্তই এমনই চলতে পারে বলে ধারণা আবহাওয়াবিদদের।

আরও পড়ুন : পরকীয়া থেকে সমকামীতা, শাহরুখের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ! জবাব দিলেন বাদশার ঘনিষ্ঠ বন্ধু

আজ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। একই সাথে অকাল বৃষ্টির সম্মুখীন হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম।

আরও পড়ুন : গায়ের পোশাক খুলে ছুঁড়ে মারলেন অরিজিৎ-র দিকে, মহিলা ভক্তের কাণ্ড দেখে ‘থ’ গায়ক

92136773

রবিবারও মিলবেনা স্বস্তি। মৌসম ভবন সূত্রে খবর, রবিবারের বারবেলায় বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাগুলি। রাজ্যের বাকি জেলাগুলিতে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে আগামী সোমবার ফের একবার বৃষ্টির দাপটে জবুথবু হবে বাংলা। এইদিন পুরুলিয়া বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে বৃষ্টির দাপট থাকবে অত্যাধিক।

আরও পড়ুন : ‘দিদি নং ওয়ান ইন ট্রু সেন্স’, ডোনা-রচনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মঞ্চ মাতালেন মমতা ব্যানার্জি

বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের জেলাগুলিও। শনি ও রবিবার দার্জিলিং ও কালিম্পং এর কিছু এলাকায় দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে আগামী মঙ্গলবার। ঐদিন প্রায় গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আইএমডি। আবহাওয়া দফতর বলছে একদিকে বাংলাদেশ থেকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে উত্তর-পূর্ব অসমের ঘূর্ণবাতের প্রভাবের কারণেই এই অকাল বৃষ্টির সম্মুখীন হতে হচ্ছে পশ্চিমবঙ্গকে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর