বাংলাহান্ট ডেস্ক : আইএমডি (India Meteorological Department) আগেই জানিয়েছিল পুজোর আগে সাইক্লোন ‘তেজ’ এর ভ্রকুটির খবর। কিন্তু এরপর আরও একটি সাংঘাতিক আপডেট দিল আইএমডি। অক্টোবর মাসে একের পর এক ঘূর্ণাবর্তের আশঙ্কা রয়েছে। এই আবহেই চাঞ্চল্যকর তথ্য দিল আবহাওয়া দপ্তর।
বর্ষা বিদায় নিলেও এখনই বৃষ্টি পিছু ছাড়ছে না পশ্চিমবঙ্গের। বিশেষ করে দক্ষিণবঙ্গে বিগত কয়েকদিন ধরে চলছে বৃষ্টিপাত। এমনকি উত্তরবঙ্গের কিছু জেলাতেও দাপট দেখাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কিছুদিন আগে আবহাওয়া দপ্তর জানায় থাইল্যান্ড উপসাগর থেকে একটি ঘূর্ণাবর্ত ২৭শে সেপ্টেম্বর প্রবেশ করতে চলেছে বঙ্গোপসাগরে।
আরোও পড়ুন : সামান্য খরচেই দুর্গা দর্শন! দুর্দান্ত চমক WBTC’র, টাকার অঙ্ক শুনলে বুক না করে থাকতে পারবেন না
এরপর সেটি শক্তি বৃদ্ধি করে আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ৩০ শে সেপ্টেম্বর। সেটা যদি সাইক্লোনে পরিণত হয় তাহলে তার গতিবেগ হতে পারে ঘন্টায় ১২০ কিলোমিটার। আবহাওয়া বিশেষজ্ঞ আম্বালাল প্যাটেল এরমধ্যে জানিয়েছেন, বৃষ্টির তীব্রতা অব্যাহত থাকবে আগামী ২০ তারিখ পর্যন্ত।
আরোও পড়ুন : আর যেতে হবে না পুরী! দিঘায় কবে খুলছে জগন্নাথ মন্দির, প্রকাশ্যে এল সম্ভাব্য দিনক্ষণ
ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কচ্ছ এবং সৌরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে। অক্টোবরে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে যার গতিবেগ হতে পারে ঘন্টায় ১৫০ কিলোমিটার। তামিলনাড়ুতে এই সিস্টেমটি পৌঁছতে পারে ১২ই অক্টোবর। এরফলে প্রবল বাতাসের সম্ভাবনা রয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলে। বলা বাহুল্য, তছনছ হয়ে যাবে জনজীবন।
বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে ৪ থেকে ১৪ অক্টোবরের মধ্যে। এই ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ‘খুনখার।’ আবহাওয়া দপ্তর আপাতত হলুদ সতর্কতা জারি করেছে সৌরাষ্ট্রের পোরবন্দর, জামনগর, দেবভূমি দ্বারকা, রাজকোট, সুরেন্দ্রনগর, হালওয়াদে এবং কচ্ছে।