বাংলা হান্ট নিউজ ডেস্ক: আহমেদাবাদ টেস্টে (Ahmedabad Test) যে আর কোনও ফলাফলের আশা নেই, এমনটা বোধহয় এখনও বলা যায় না। বিরাট কোহলি (Virat Kohli) ও শুভমান গিলের (Shubman Gill) শতরানে ভর করে ভারত লিড নিয়েছে ৯১ রানের। এই টেস্টে চোটের কারণে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) আর ব্যাটিং করতে পারবেন না। তাই বাধ্য হয়ে ৫৭১ রানেই থামতে হয় ভারতীয় দলকে। এরপর আবার অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নামে এবং দিনের শেষে তারা ৩ রান তুলেছে কোনও উইকেট না হারিয়ে। একটি দামি উইকেট বাঁচাতে হেডের সাথে ওপেন করতে পাঠানো হয়েছে কুহেনেম্যানকে।
অনেকেই মনে করছেন যে এই টেস্টে ফলাফল হওয়ার আশা নেই। সেক্ষেত্রে চাপ বাড়বে ভারতেরই। কারণ শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডের মাটিতে ০-২ ফলে সিরিজ জিততে সক্ষম হয়, তবে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট পাবে না। তাই ভারতের এখন একমাত্র আশা যদি তারা কাল অস্ট্রেলিয়াকে অল্পে আউট করে নিজেরা অজিদের সেট করা ছোট টার্গেট দ্রুত তুলে নিতে পারে। শেষ দিনে ভারতের সামনে যে অজিরা বড়ো টার্গেট রাখতে পারবে না, সেটা একপ্রকার পরিস্কার।
এখানে দুটি বিষয় আছে যা দেখে ভারতীয় সমর্থকরা হতাশ হয়ে পড়তে পারেন। বিষয়গুলি হল:
১. গত ৯ বছর ধরে বৃহত্তম ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি কখনও শতরান করে ম্যাচ জেতাতে পারেননি। তিনি সেঞ্চুরি করলে ম্যাচ ড্র হয়েছে বা ভারত হেরেছে অজিদের বিরুদ্ধে। এই ম্যাচে কোহলির রানসংখ্যা ১৮৬।
২. গত ৯ বছর ধরে টেস্টে যে কয়েকবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত এক ইনিংসে ৫০০ রানের বেশি তুলেছে, সেই ম্যাচগুলিতে জয় পাওয়া যায়নি একবারও।
অর্থাৎ ভারত যদি কাল ম্যাচ জিততে চায়, তাহলে তাদের গত ৯ বছরের ধরা বদলে ফেলতে হবে। সাম্প্রতিক অতীতে ভারতীয় টেস্ট দলে একাধিকবার অবিশ্বাস্য কিছু পারফরম্যান্স করে সকলকে চমকে দিয়েছেন ঠিকই, কিন্তু কাল তেমনটা হবে, এই নিয়ে আশাবাদী ভক্তের সংখ্যা কম।