বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের বিশ্রীভাবে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ভারতীয় দলে বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। বিরাট কোহলির বদলে নতুন অধিনায়ক হয়েছেন অভিজ্ঞ ভারতীয় তারকা রোহিত শর্মা। তার নেতৃত্বে গত এক বছরে প্রত্যেকটি টি-টোয়েন্টি সিরিজে জয়ের মুখ দেখেছে ভারতীয় দল। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করেছে ভারত। প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ভারতের এশিয়া কাপ অভিযান শুরু হওয়ার আগে রোহিত শর্মাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
টি-টোয়েন্টি ফরম্যাটে দেখা যেত যে ভারতীয় ক্রিকেটাররা প্রথমে সেট হয়ে তারপর আগ্রাসী ব্যাটিং করছেন। টপ অর্ডারের এই অপেক্ষাকৃত ধীরে শুরু করার নীতির কারণে চাপ বাড়তো মিডল অর্ডারের ওপর। কিন্তু রোহিত শর্মার অধিনায়কত্বে এই নীতির পরিবর্তন ঘটেছে। যদিও ফিশ কিছু টি-টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার যাদব এবং রিশভ পন্থ ওপেন করতে নামায় ভারতের শুরুর দিকের ওভারগুলিতে দ্রুতগতিতে রান উঠেছে। লোকেশ রাহুল যখন এশিয়া কাপে প্রথম একাদশে ফিরবে তখনও একই রকম আগ্রাসী মনোভাব ভারত দেখাবে কিনা তা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে। তবে রবি শাস্ত্রী চান ওপেনার যে খুশি হোক না কেন, তারা যেন শুরু থেকেই বিপক্ষ দলের ওপর চাপ তৈরি করার চেষ্টা করে।
রবি শাস্ত্রী বলেছেন, “ওপেনের যেই হোক না কেন ভারতে এই আগ্রাসন ভরে রাখা উচিত আমি যখন করছিলাম তখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করতাম যে শুরুর দিকে আমরা একটু ধীরে ব্যাটিং করছি। হয়তো শুরুর দিকে কয়েকটা ম্যাচ ভারত থেকে হারতে হতে পারে কিন্তু ভবিষ্যতে এতে ভারতেরই সুবিধা হবে।”
ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রিশভ পন্ত (উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিশ্নই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান