এবার বদলে যাচ্ছে দেশের নাম? রাষ্ট্রপতি দফতরের চিঠি প্রকাশ্যে আসতেই শোরগোল ভারত জুড়ে

বাংলা হান্ট ডেস্কঃ প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেছেন যে G20-তে আমন্ত্রিত দেশগুলির প্রধানদের রাষ্ট্রপতি ভবনে দেওয়া রাষ্ট্রীয় ভোজসভার আমন্ত্রণ পত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’-এর পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ শব্দটি ব্যবহার করা হয়েছে। তিনি এই বিষয়ে তাঁর আপত্তি জানিয়ে একটি টুইট করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল ফেলে দিয়েছে।

জয়রাম রমেশ টুইটারে লিখেছেন, ‘তাহলে এই খবরটি সত্যিই হল। রাষ্ট্রপতি ভবন ৯ সেপ্টেম্বর G20 নৈশভোজের জন্য ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ নামে আমন্ত্রণ পাঠিয়েছে। এখন সংবিধানের অনুচ্ছেদ ১ এটাই বলে যে, “ভারত, পূর্বে INDIA নামে পরিচিত ছিল, তা একটি রাজ্যের ইউনিয়ন, কিন্তু এখন এই “রাষ্ট্রের ইউনিয়ন”ও আক্রমণের মুখে।

বলে দিই যে, এখনও পর্যন্ত এটি একটি ঐতিহ্য ছিল যে সমস্ত সরকারী নথিতে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শব্দটি ব্যবহৃত হত। এই প্রথম প্রেসিডেন্ট অফ ভারত শব্দটি ব্যবহার করা হয়েছে। ৯ এবং ১০ সেপ্টেম্বর দিল্লিতে G20 সম্মেলন অনুষ্ঠিত হবে, যার কারণে সমস্ত ২০টি দেশের সদস্য ভারতে আসবে। এই সময়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবনে সমস্ত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করবেন।

এদিকে বিজেপির নেতারাও এখন ইন্ডিয়ার পরিবর্তে ভারত বলা শুরু করেছে। বলে দিই যে, আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনে সমস্ত বিরোধী দল একজোট হয়ে লড়াই করার প্রস্তুতি নিয়েছে। আর এই জোটটির নাম দেওয়া হয়েছে INDIA। বিজেপির তরফ থেকে দেশের নামে জোটের নামকরণ নিয়ে আপত্তিও জাহির করা হয়েছিল। এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন নামকরণ নিয়ে ক্ষুব্ধ হয়ে বিরোধীদের আক্রমণ করেছিলেন।

এরপর থেকে বিজেপির নেতারা দাবি করে আসছেন যে, ইন্ডিয়া নাম ব্রিটিশরা দিয়ে গিয়েছিল। আর এই ব্রিটিশদের পরাধীনতার চিহ্ন তাজা রাখতে বিরোধীরা এমন নাম দিয়েছে। এরপর থেকে বিজেপির নেতারা দেশকে ইন্ডিয়ার পরিবর্তে, ভারত নামে ডাকার সংকল্প নেন।

ad

Koushik Dutta

সম্পর্কিত খবর