অভিষেকেই নজিরবিহীন রেকর্ড, টিম ইন্ডিয়া পেল দ্বিতীয় বিরাট কোহলি! নাম শুনেই কাঁপছে বোলাররা

বাংলা হান্ট ডেস্ক : আইপিএলের (IPL 2024) ইতিহাসে নিজেদের সেরাটা দিয়ে লড়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। গতকাল দিল্লি ক্যাপিটালসের সাথে ম্যাচে সুনীল নারিন (Sunil Narine) আর আন্দ্রে রাসেলের পাশাপাশি ভালো দাপট দেখালেন তরুণ তুর্কী আংক্রিশ রঘুবংশীও (Angkrish Raghuvanshi)। রাসেল ঝড়কে সঙ্গী করে অর্ধশতরান করেছেন এই নবাগত ব্যাটসম্যান।

আংক্রিশ যে একজন সম্ভাবনাময় ক্রিকেটার সেকথা তিনি আগেই বুঝিয়ে দিয়েছিলেন। ২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন তিনি। সর্বোচ্চ স্কোরারের জায়গায় জ্বলজ্বল করছিল তার নাম। তখনই বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি হচ্ছেন উদীয়মান সূর্য। ঠিকঠাক ট্রেনিং পেলে ভারতীয় দলের (India National Cricket Team) একজন দাপুটে ব্যাটসম্যান হয়ে উঠবেন তিনি।

মরশুমের শুরু থেকেই নিজেকে প্রমাণ করার মরিয়া চেষ্টা করছিলেন আংক্রিশ। নেটে তার ব্যাটিং নজর কেড়েছিল কেকেআর ম্যানেজমেন্টের। তারপরেই ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেন, বিশাখাপত্তনমের মাঠে খেলানো হবে আংক্রিশকে। আইয়ারের জায়গায় আংক্রিশকে পাঠানো যে বড় রিস্ক ছিল সেকথা বলাই বাহুল্য। তবে KKR-র ভরসার যোগ্য মর্যাদা দিয়েছেন আংক্রিশও।

আরও পড়ুন : কেন্দ্রীয় বিদ্যালয়ের ফর্ম পূরণের সময় মাথায় রাখুন এই একটি বিষয়, ভুল করলেই ঘোর বিপদ

বিশাখাপত্তনমের মাঠে প্রথম ওভারের পর থেকেই বজায় ছিল কেকেআর-র তাণ্ডব। এইদিন ৮৫ রানের ইনিংস খেলে আউট হয়ে যান নারিন। তারপরেই ম্যাচ জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন আংক্রিশ। ক্রিজে পা রাখতেই তার মধ্যে এক আলাদাই আত্মবিশ্বাস ভর করে যেন। সুনীল নারিন ও আংক্রিশ রঘুবংশীর পার্টনারশিপের হাত ধরে উঠে আসে ২৭২ রান। জয়ের রাস্তা তো তখনই তৈরী হয়ে গেছিল।

আরও পড়ুন : আমেরিকা টপে, দ্বিতীয় চীন! খেল দেখাল ভারত, প্রকাশ্যে বিশ্বের সেরা শক্তিশালী দেশের তালিকা

kkr

আংক্রিশ রঘুবংশীর কথা বললে, গতকালের ম্যাচে ২৭ বলে ৫৪ রান করে আউট হন তিনি। তার ব্যাট থেকে বেরিয়ে আসে ৫টি চার ও ৩টি ছয়। তার দূর্ধর্ষ ব্যাটিং দেখে আনন্দে আত্মহারা হলেন খোদ কিং খান শাহরুখও। গ্যালারি থেকে আংক্রিশকে কুর্নিশও জানালেন তিনি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর