“মিস” হল বড় সুযোগ! ২০০৭ সালের পর টিম ইন্ডিয়া যা করতে পারেনি এবারেও পারলেন না শুভমানরা

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়া (India National Cricket Team) বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে তার শেষ টেস্ট ম্যাচ খেলছে। এই ম্যাচটি ভারতীয় দল জিতলে তারা টেস্ট সিরিজ না জিতলেও ড্র করতে সক্ষম হবে। তবে, তারা দীর্ঘ ১৮ বছরের একটি অপেক্ষার অবসান ঘটাতে পারবে না। অর্থাৎ, ২০০৭ সালের পর যে কাজটি করা হয়নি, এবারেও তা সম্ভব হবে না।

এবারেও সুযোগ হারাল টিম ইন্ডিয়া (India National Cricket Team):

এখন শেষ ম্যাচ জয়ের পরেও সিরিজ ড্র হবে: ভারত (India National Cricket Team) এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ টেস্টের সিরিজের শেষ ম্যাচটি চলছে। এই ম্যাচটি ওভালে খেলা হচ্ছে। যেখানে প্রথমে ব্যাট করেছে টিম ইন্ডিয়া। যদি টিম ইন্ডিয়া সিরিজের এই ম্যাচটি জিততে পারে তাহলে সিরিজটি ২-২-এ ড্র হবে। কিন্তু, যদি ইংল্যান্ড এই ম্যাচটি জিততে পারে অথবা ম্যাচটি ড্রতে শেষ হয় সেক্ষেত্রে ইংল্যান্ড দল সিরিজ জিতবে। তবে, ম্যাচ এবং সিরিজের ফলাফলের জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে।

India National Cricket Team missed a big opportunity.

২০০৭ সালে, টিম ইন্ডিয়া ইংল্যান্ডে সিরিজ জিতেছিল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, টিম ইন্ডিয়া (India National Cricket Team) শেষবার ২০০৭ সালে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতেছিল। সেই সময়ে ভারতীয় দল ৩ ম্যাচের টেস্ট ম্যাচের সিরিজের জন্য ইংল্যান্ডে গিয়েছিল। ভারতীয় দল একটি ম্যাচ জিতেছিল এবং ২ টি ম্যাচ ড্র হয়। এইভাবে সিরিজটি ভারত জিতেছিল। কিন্তু তারপর থেকে, প্রায় ১৮ বছর কেটে গেছে, কিন্তু ইংল্যান্ডে সিরিজ জেতা হয়নি। ২০০৭ সালে, প্রথম এবং তৃতীয় ম্যাচটি ড্র হয়েছিল এবং দ্বিতীয় ম্যাচটি টিম ইন্ডিয়া জিতেছিল।

আরও পড়ুন: এই দেশে ইতিহাস গড়ার পথে আদানি! করবেন ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ, এশিয়াজুড়ে বাড়ছে দাপট

তরুণ দল ভারত প্রশংসনীয় পারফরম্যান্স প্রদর্শন করেছে: এখন যদি আমরা এই সিরিজের কথা বলি, সেক্ষেত্রে টিম ইন্ডিয়া (India National Cricket Team) তার তরুণ খেলোয়াড়দের নিয়ে রীতিমতো দাপটের সঙ্গে পারফরম্যান্স প্রদর্শন করছে। শুভমান গিলকে টেস্ট দলের নতুন অধিনায়ক করা হয়েছে। পাশাপাশি, এই সিরিজের জন্য একাধিক নতুন এবং তরুণ খেলোয়াড়কে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন: “ভিত্তিহীন দাবি উপেক্ষা করুন”, রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগকে পাত্তাই দিল না নির্বাচন কমিশন

যদিও, এরপরও দলটি সিরিজ জিততে ব্যর্থ হয়েছে। তবে, এখন দেখার বিষয় সিরিজটি ড্র-তে শেষ হবে নাকি ভারতীয় দল (India National Cricket Team) আরেকটি সিরিজে পরাজিত হবে। এই উত্তর জানা যাবে আরও ৩ দিন পর। ইতিমধ্যেই পঞ্চম টেস্টের ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ২২৪ রানে। যার জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ৪২.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪২ রান করেছে।