বিশ্বকাপে শুভমান গিলের জায়গা ছিনিয়ে নেবেন এই ভয়ঙ্কর ব্যাটসম্যান! ভয়ে কাঁপছেন বোলাররা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শুভমান গিল (Shubman Gill) বর্তমানে নিজের কেরিয়ারের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে আলোকিত তারকা তিনি। টেস্ট, টি-টোয়েন্টি এবং ওডিআই, তিন ফরম্যাটেই চলতি বছরে ভারতের জার্সিতে প্রচুর রান করছেন পাঞ্জাবের তরুণ ওপেনার। এমনকি আইপিএলে গুজরাট টাইটান্সের (Gujrat Titans) জার্সি গায়েও তিনি নিজের প্রথম শতরানটি পেয়ে গিয়েছেন। এরপরও অনেকেই মনে করতে পারেন যে চলতি বছর ভারতের মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপে (ODI World Cup 2023) রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন।

কিন্তু সম্প্রতি এক তরুণ তারকার উত্থান তাকে কিছুটা চাপে ফেলে দিয়েছে। আইপিএলে গিল যতটা ভালো ছন্দে রয়েছেন ঠিক ততটাই ভালো ছন্দে রয়েছেন রাজস্থান রয়্যালসের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল। অরেঞ্জ ক্যাপের দৌড়ে তারা সমানে সমানে দৌড়াচ্ছেন। দুজনেই শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে অসাধারণ শতরান করেছেন এই আইপিএলে। তবে গিল এখনো অভিজ্ঞতা সম্পন্ন ভারতীয় তারকা। যশস্বী অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে খেললেও এখনও সিনিয়র ভারতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাননি।

তাও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একটা অংশ মনে করছে যে গিলের সামান্য পদস্খলন ভারতীয় দলে তার জায়গা কেড়ে নিতে পারে। কারণ যশস্বী এই মুহূর্তে একেবারে প্রস্তুত ভারতীয় দলের জার্সিতে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখার জন্য। আর তিনি যদি একবার সুযোগ পেয়ে ভালো পারফরম্যান্স করে ফেলেন তাহলে শুভমান গিল বেকায়দায় পড়বেন।

jaiswal 98

দুজনেই যদি সম মানের পারফরম্যান্স করেন ভারতীয় দলের জার্সিতে তাহলে বিশ্বকাপে শেষ পর্যন্ত রোহিত শর্মা নিজের ওপেনিং পার্টনার হিসেবে যশস্বীকেই বেছে নেবেন, এমনটা মনে করছেন অনেকে। এর কারণটা হল লেফট হ্যান্ড-রাইট হ্যান্ড কম্বিনেশন, যার মাধ্যমে বিপক্ষকে বেকায়দায় ফেলা যায়। শুভমান গিল প্রথম একাদশে থাকলে তিনি যতই ভালো ফর্মে থাকুক না কেন, এই সুবিধাটা পাওয়া যাবে না। এখন পুরো ব্যাপারটাই নির্ভর করছে বিশ্বকাপের আগে যশস্বীকে ভারতীয় ওডিআই দলে সুযোগ দেওয়া হয় কিনা এবং দিলে কতটা দেওয়া হয়।

তবে বিশ্বকাপে যাই হোক না কেন, ভবিষ্যতে শুভমান-যশস্বী জুটিকে ভারতীয় দলের জার্সিতে জুটি বেঁধে ইনিংস ওপেন করতে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে এমনটা প্রত্যেকেই বিশ্বাস করেন। দুজনেই ভারতীয় তারকা বিরাট কোহলির প্রশংসা পেয়েছেন সদ্য। ভারতীয় দলে নিজেদের প্রতিষ্ঠিত করে ভবিষ্যতে নীল জার্সিতে দেশকে সাফল্য এনে দেওয়ার দায়িত্ব থাকছে তাদের কাঁধে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর