বাংলা হান্ট ডেস্ক: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-তে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। যার ফলে মৃত্যু হয় ২৬ জনের। যাঁদের মধ্যে অধিকাংশজনই ছিলেন নিরীহ পর্যটক। এদিকে, এই ঘটনায় পাক জঙ্গি সংগঠনের হাত রয়েছে বলেও খবর মিলেছে। এমতাবস্থায়, এহেন নৃশংস ঘটনার পরে রীতিমতো গর্জে উঠেছে সমগ্র দেশ (India)। শুধু তাই নয়, ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে।
পাকিস্তানে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেনা ভারত (India):
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার পাকিস্থানে আয়োজিত একটি প্রতিযোগিতা থেকে নাম তুলে নিল ভারত (India)। মূলত, পাকিস্তানে সম্পন্ন হতে চলা ভলিবল প্রতিযোগিতা থেকেই ভারত অংশগ্রহণ করা থেকে বিরত থাকছে। তাই, ভারতীয় দল ইসলামবাদের খেলতে যাবে না বলেও জানা গিয়েছে।
জানিয়ে রাখি যে, আগামী মাসেই ইসলামাবাদে সম্পন্ন হবে সেন্ট্রাল এশিয়ান ভলিবল প্রতিযোগিতা। যেখানে ভারতের (India) দল পাঠানোর কথা থাকলেও সম্প্রতি পহেলগাঁও হামলার পর সেই সিদ্ধান্তে বদল আনা হয়েছে। এই প্রসঙ্গে পাকিস্তান ভলিবল সংস্থার আধিকারিক আব্দুল আহাদ জানিয়েছেন যে, আগামী ২৮ মে থেকে ইসলামাবাদের জিন্না কমপ্লেক্সে এই ভলিবল প্রতিযোগিতা শুরু হবে। তিনি আরও জানান, প্রথমে ভারত জানিয়েছিল যে, ২২ জন খেলোয়াড়-সহ মোট ৩০ জনের দল তারা পাঠাবে।
আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান! এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে শীঘ্রই চালু হচ্ছে মেট্রো, মিলল ছাড়পত্র
যদিও, গত ২২ এপ্রিল পহেলগাঁও-তে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকে সামগ্রিক পরিস্থিতি যথেষ্ট বদলে গিয়েছে। এরপরেই ভারতীয় ভলিবল সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা পাকিস্তানে দল পাঠাবে না। মূলত, জঙ্গি হামলার প্রতিবাদেই এই বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: অস্ত্র হাতে দাঁড়িয়ে “বন্ধু”, “পাকিস্তান ভাইয়া”-র সাথে ফেসবুকে ছবি পোস্ট করতেই আটক কৃষ্ণনগরের যুবক
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০০৮ সালে ২৬ নভেম্বর মুম্বই হামলার পর থেকেই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এদিকে, ICC ও এশীয় স্তরের প্রতিযোগিতার ক্ষেত্রে এই দুই দেশের মধ্যে খেলা হলেও দ্বিপাক্ষিক প্রতিযোগিতা সম্পন্ন হয় না। তবে, এই আবহেও ২০১৬ সালের T20 বিশ্বকাপ ও ২০২৩ সালের ODI বিশ্বকাপ খেলার জন্য পাকিস্তান দল ভারতে এলেও ভারত (India) সেই দেশে সফর করেনি।। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এশিয়া কাপ থেকে শুরু করে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত পাকিস্তানে দল পাঠায়নি। তার পরিবর্তে হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যুতে এই টুর্নামেন্টগুলিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত।