বাংলাহান্ট ডেস্ক: ভারতের জন্য বড় খবর দিল ফোর্বস (Forbes)। এই মুহূর্তে বিশ্বের ধনকুবেরদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত (India)। এই নিরিখে ভারতের থেকে এগিয়ে রয়েছে আর মাত্র দু’টি দেশ। ধনকুবেরদের তালিকায় আমেরিকা ও চিনের পরেই রয়েছে ভারত। ধনকুবেরদের তালিকায় নিজের আধিপত্য ধরে রেখেছে ভারত। ফোর্বস ওয়ার্ল্ডের ফোর্বস বিলিয়নেয়ার লিস্ট ২০২৩ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।
এই তালিকা অনুসারে, বর্তমানে আমেরিকায় থাকেন ৭৩৫ জন ধনকুবের। তাঁদের মোট সম্পত্তির মূল্য ৪.৫ ট্রিলিয়ন ডলার। এছাড়া চিনে বসবাস করছেন ৫৬২ জন বিলিয়নেয়ার। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। ফোর্বস বিলিয়নেয়ার লিস্ট ২০২৩ অনুসারে, বর্তমানে ভারতে রয়েছেন ১৬৯ জন ধনকুবের। ভারতের এই ধনকুবেরদের মোট সম্পত্তি যোগ করলে মূল্য দাঁড়ায় ৬৭৫ বিলিয়ন ডলার। গত বছরের তুলনায় যা ৭৫ বিলিয়ন ডলার কম।
অর্থাৎ ভারতীয় ধনকুবেরদের মূল সম্পত্তির মূল্য ৬৭৫ বিলিয়ন ডলার। এই তালিকা অনুযায়ী, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান মুকেশ আম্বানি হলেন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬৩.৪ বিলিয়ন ডলার। এছাড়াও আম্বানি এই মুহূর্তে বিশ্বের নবম সবচেয়ে ধনী ব্যক্তি। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী গৌতম আদানির সম্পত্তি কমে গিয়েছে অনেকটাই। বিশ্ব তালিকায় তিনি রয়েছেন ২৪ নম্বরে। গত ২৪ জানুয়ারিও তিনি বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
সেই সময় তাঁর মোট সম্পত্তির মূল্য ছিল ১২৬ বিলিয়ন ডলার। কিন্তু মার্কিন শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর থেকেই বিপর্যয় নেমে আসে আদানির কপালে। চলতি বছরে অনেক ধনকুবেরই তাঁদের সম্পত্তি খুইয়েছেন। এর পিছনে রয়ছে অনেকগুলি কারণ। যার মধ্যে শেয়ার বাজারে তাঁদের শেয়ারের দাম পড়ে যাওয়ার মতো কারণ রয়েছে। এছাড়াও একাধিক ইউনিকর্ন সংস্থার ব্যবসায় লোকসান এবং সুদের হার বৃদ্ধির মতো কারণও রয়েছে।
এই কারণগুলির জন্য গত এক বছরে ব্যাপকভাবে হ্রাস হয়েছে ধনকুবেরদের সম্পত্তি। এর ফলে বিশ্বে ধনকুবেরদের সংখ্যা কমে গিয়েছে। ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী, বিশ্বের ২৫ জন ধনকুবেরের মোট সম্পত্তি যোগ করলে তা দাঁড়ায় মোট ২১০০ বিলিয়ন ডলারে। ২০২২ সালে এই মূল্য ছিল ২৩০০ বিলিয়ন ডলার। রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বের ২৫ জন ধনকুবেরদের মধ্যে দুই তৃতীয়াংশের সম্পত্তির হ্রাস হয়েছে। এর ফলে বড়সড় বদল এসেছে এ বছরের ধনকুবেরদের তালিকায়।