রাহুল-শ্রেয়সের ব্যাটে ভর করে বড় রানে পৌঁছে গেল ভারত।

আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ অকল্যান্ডে ছিল এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক টম নাথাম।

প্রথমে ব্যাটিং করে দুর্দান্ত শুরু করেন ভারতের দুই ওপেনিং জুটি পৃথ্বী শাহ এবং মায়াঙ আগাওয়াল। কিন্তু তারপরই চার রানের ব্যবধানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ভারতের দুই ওপেনার। পৃথ্বী শাহ করেন 21 বলে 20 রান এবং মায়াঙ আগাওয়াল করেন 31 বলে 32 রান। তারপর ম্যাচের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার। দুজনে শতরানের পার্টনারশিপ করেন। বিরাট কোহলি আউট হন ব্যক্তিগত 51 রানে।

479172003ba4ece878f330de86bbe7c75a59d577

তারপর ব্যাটিং করতে আসেন কে এল রাহুল। ঝড়ের গতিতে রান এগিয়ে নিয়ে যান তিনি। নির্ধারিত 50 ওভারে চার উইকেট হারিয়ে ভারতের রান গিয়ে দাঁড়ায় 347। শেষের দিকে নেমে কেদার যাদব ঝোড়ো ইনিংস খেলেন।
ভারতের স্কোরকার্ড:-
Prithvi Shaw20(21), Agarwal32(31), Kohli(c)51(63), Shreyas Iyer103(107), Rahul(wk)88(64), Kedar Jadhav26(15)।

Udayan Biswas

সম্পর্কিত খবর