নিজেদের দমে নয়, উইলিয়ামসনের কাঁধে ভর করে WTC ফাইনালে ভারত! অভিযোগ নিন্দুকদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) ভারত। আহমেদাবাদ টেস্টের (Ahmedabad Test) ফলাফল হয়নি। ব্যাটিংয়ের স্বর্গরাজ্যে দুই দলের ব্যাটাররাই এত দীর্ঘ সময় ধরে ব্যাটিং করেছেন যে তিনটি ইনিংসও সম্পূর্ণ করা যায়নি। শেষপর্যন্ত দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৮৪ রানের লিড নেওয়ার পর ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। জুন মাসের ৭ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত ইংল্যান্ডের ওভালে আয়োজিত হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই অস্ট্রেলিয়ারই মুখোমুখি (India vs Australia) হবে ভারতীয় দল (Team India)। তবে ভারত যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠলো, তার জন্য অনেকে কোহলি (Virat Kohli), রোহিতের (Rohit Sharma) চেয়েও বেশি কৃতিত্ব দিচ্ছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনকে (Kane Williamson)।

এই টেস্ট ড্র হওয়ার পরে নিউজিল্যান্ডের মাটিতে আয়োজিত দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিতেই যদি শ্রীলঙ্কা জিতে যেতো, তাহলে ভারতের বদলে তারাই অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। ক্রাইস্ট চার্চে শ্রীলঙ্কা জয়ের অত্যন্ত কাছাকাছি চলেও এসেছিল, কিন্তু ড্যারেল মিচেলকে সঙ্গী করে তাদের আটকে দিলেন কেন উইলিয়ামসন।

হ্যাগলে ওভালে আয়োজিত এই টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১৮ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে অভিজ্ঞ শ্রীলঙ্কা তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউসের শতরানে ভর করে দ্বিতীয় ইনিংসে ৩০২ রান তুলেছিল শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের সামনে চতুর্থ ইনিংসে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৮৪ রান। এরপর পঞ্চম দিনের শুরুতে বেশ কিছুক্ষণ নষ্ট হয় বৃষ্টির কারণে।

তারপর খেলা আরম্ভ হলে ৯০ রানের মধ্যে নিউজিল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়েছিল দ্বীপরাষ্ট্রের দল। কিন্তু নিউজিল্যান্ড এরপরেও ম্যাচ ড্র করার মানসিকতা নিয়ে খেলেনি। উইলিয়ামসন অসাধারণ শতরান করেন এবং ড্যারেল মিচেল আগ্রাসী ৮১ রানের ইনিংস খেলেন। এরপর মাত্র ৪৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে আবার চাপে পড়েছিল কিউয়িরা। কিন্তু শেষপর্যন্ত ৮ উইকেট খোয়ানো সত্ত্বেও উইলিয়ামসনের ১৯৪ বলে ১২১ রানের ইনিংসে ভর করে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।

এটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে উইলিয়ামনের ২৭তম শতরান। এর ফলে শ্রীলঙ্কার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর আশা শেষ হয়ে গেল। অপরদিকে আহমেদাবাদে শুভমান গিল ও বিরাট কোহলির শতরানের পাশাপাশি অক্ষর প্যাটেলের ৭৯-এ ভর করে ভারত ৯১ রানের লিড নেওয়ার পর ট্র্যাভিস হেড ও মার্নাস লাবুশানে অর্ধশতরান করে। টেস্টে এইমুহূর্তে বিশ্বের সেরা অজি তারকা লাবুশানের এটাই এই ভারত সফরে প্রথম ও একমাত্র অর্ধশতরান। কিন্তু সফরটা হতাশ কাটলো অজি তারকা স্টিভ স্মিথের। গোটা সিরিজে তিনি ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর